/indian-express-bangla/media/media_files/2024/11/17/Tps3K4hSySaxfbkxSEyE.jpg)
Silajit 60: শিল্পীকে নিয়ে কে এমন কথা বললেন...
শিলাজিত ৬০ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। সদ্য জিডি বিড়লা সভাঘরে শিলাজিতের কনসার্ট অনুষ্ঠিত হয়। শিল্পীকে যারা গুরু বলে মনে করেন, তাদের কাছে এ যেন, এক অনন্য অনুভূতি। শিলাজিৎ কেমন মনের মানুষ একথা অনেকেই জানেন। তিনি ভীষণ স্পষ্টবাদী।
শিলাজিতের বুকে-পেটে কোনও কথা থাকে না। যা তাকে মুখে থাকে। আর এবার তার এক বন্ধুই, তাকে নিয়ে এমন এক মন্তব্য করলেন, যাতে পাল্টা শিলাজিৎ ২৮ বছরের পুরনো গল্প দিলেন। সমাজ মাধ্যমের পাতায় সেদিনের সন্ধ্যার একাধিক ভিডিও ভাইরাল। শিলাজিতের উদ্দেশ্যে, তার বেশ কাছের এক মানুষ বলে বসেন, "একদম ফালতু লোক"। কিন্তু কে সে?
শিল্পীকে কিছুদিন আগে বহুরূপী সিনেমায় একটি বিশেষ গান গাইতে দেখা গেছে। তার সেই গান যেমন মানুষের পছন্দ করেছেন, তেমন ছবিতে একদম ক্লাইম্যাক্স পর্যায়ে সেই গানকে ব্যবহার করে শিবু এবং নন্দিতা আসল কাজটা করে ফেলেছেন। শিলা যে ছবির জন্য গান সেই গান সুপার হিট হবেই। সেটা জল ফড়িং হোক কিংবা তুই ক্যানে এলি এই সরোবরে।
শিলাজিৎ ৬০ উপলক্ষে, তিনি তার জীবনের বিশেষ বিশেষ মানুষগুলোকে ডেকে এনেছিলেন। যার মধ্যে অন্যতম অরিন্দম কায়া। বহু বছর ধরে শিল্পীর সঙ্গে বাজাচ্ছেন তিনি। আর এবার তাকে যখন জিজ্ঞাসা করা হলো, যে কেন তিনি এত বছর ধরে শিলাজিতের সঙ্গে বাজাচ্ছেন বা বিশেষ করে আজকের দিনে কেন পারফর্ম করছেন, উত্তরে তিনি সাফ বললেন...
"আমি ছাড়া ওর সঙ্গে কেউ বাজাতে পারবে না। সেই কারণে ডেকে নিয়ে এসেছে আমাকে।" তারপর জিজ্ঞাসা করা হয় তাকে যদি শিলাজিত সম্পর্কে কিছু বলতে বলা হয়, তিনি কী বলবেন। উত্তরে তিনি জানান, "ফালতু একদম। আলাদা টাইপের ফালতু লোক। সবকিছু ভুল ভাল করে।" আর বন্ধুর কাছ থেকেই বার্তা পেয়ে, একটুও রেগে গেলেন না শিলু। বরং তিনি আবেগি হয়ে পুরনো দিনের কথা মনে করলেন।
আঠাশ বছর!! কম নয়। সেই X = প্রেম, ফিসফিস থেকে...... ওর বৈশিষ্ট্য হল ও bassist ও.... Arindam kaya❤️
Posted by Silajit on Saturday, November 16, 2024
সমাজ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করে লিখলেন, আঠাশ বছর!! কম নয়। সেই X = প্রেম, ফিসফিস থেকে...... অরিন্দম তোকে ভালবাসা।" এদিন শিলাজিৎ সেই মঞ্চ থেকেই নানা বিষয়ে জানান। রাজনীতি থেকে মানুষের স্বভাব নানা প্রসঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে একের পর এক গানও গান।