Shilajit Supports Swastika: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় আন্দোলনের পাশাপাশি নিজের ছবির প্রমোশন করছেন, কেন? প্রশ্ন উঠেছে এমনিই। যিনি বারবার বিচারের দাবি করছেন, তিনি কেন পুজোয় ছবি রিলিজ করছেন? আর এর নিরিখে অনেকেই এমন যুক্তি রেখেছেন যে, যারা চাকরি করে মিছিলে যাচ্ছেন...
যার যেটা কাজ, সেটা তো থামিয়ে রাখলে চলবে না। বেশিরভাগ এমনই রয়েছেন যারা নিজেদের কাজ সেরেই আন্দোলনে যোগ দিচ্ছেন। কিন্তু, তাঁরা তো কটাক্ষ শুনছেন না। স্বস্তিকার কাজ অভিনয় করা। তিনি তো তাঁর কাজ করবেন নাকি। স্বস্তিকা নিজেও একটি টুইটের মন্তব্য করে লিখেছেন... "আপনাদের কাছে যেটা বিনোদন, আমাদের শিল্পীদের কাছে সেটা কাজ।"
এখানেই শেষ না। স্বস্তিকার পাশাপাশি, এবার এই বিষয়েই আজ তুলেছেন শিলাজিৎ। গায়ক হিসেবে তো বটেই, বন্ধু হিসেবেও স্বস্তিকার পাশে দাঁড়ালেন শিলাজিৎ। তিনি বলছেন...
কী বলছেন শিলাজিৎ?
"আমি একটা জিনিস দেখলাম, আমরা যারা শিল্পীরা কাজ করছি, তাঁরা দেখছি সেটা প্রচার করলে, অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের বদল আনা দরকার। আমার মনে হল, বলা উচিত। তাই এই ভিডিওটা করা। আমরা যতই চেনা মানুষ হোক, চেনা মুখ হোক, আমরা কিন্তু দিনশেষে সাধারণ মানুষ। একজন চাষী যেমন তাঁর কাজ করছে, একজন রাজনীতিবিদ যেমন তাঁর কাজ করছে... আমরাও তাই। আমাদের কাজ করছি।"
শিল্পীদের কিছু কথা...! Sounok Roy Sayan Sil
Posted by Silajit on Monday, September 9, 2024
শিল্পী আরও বললেন, "আমরা না আপনাদের মত। আপনারা যেমন আপনাদের বাড়ি সামলাচ্ছেন, দোকান বাজার সব সাজাচ্ছেন। আমরাও তো তাই, একদম আপনাদের মতোই। আমরা তো আমাদের বাজারটা চালাব। আর পাঁচজনের মত সংসার চালানোর প্রয়োজন তো রয়েছে নাকি?"
উল্লেখ্য, আজ টেক্কার টিজার লঞ্চ উপস্থানে হাজির হয়েছিলেন স্বস্তিকা। সামনে, রিলিজ হবে সেই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন দেব, রুক্মিণী। পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।