বক্সঅফিসে আশাব্যঞ্জক ফল রণবীরের 'সিম্বা'-র

রণবীর কাপুর ও সারা আলি খানের ছবি ৫০ কোটির দৌড় শেষ করে ফেলল। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত আয় করেছে ৭৫.১১ কোটি টাকা।

রণবীর কাপুর ও সারা আলি খানের ছবি ৫০ কোটির দৌড় শেষ করে ফেলল। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি এখনও পর্যন্ত আয় করেছে ৭৫.১১ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রণবীর সিং ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায়।

বক্সঅফিসে রাজ করছে সিম্বা। প্রথম সপ্তাহের শেষেই বেশ ভাল ব্যবসা করছে এই ছবি। তিন দিনের পর এই ছবির আয় ৭৫.১১ কোটি টাকা। রবিবার অর্থাৎ দ্বিতীয়দিনে ৩১.০৬ কোটি ব্যবসা করেছে সিম্বা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে শেয়ার করেছেন ছবির ব্যবসায়িক সাফল্যের অঙ্ক।

Advertisment

রবিবার, মুম্বইয়ে এই ছবি দেখার ঢল শুরু হয়েছে। রোহিত শেট্টির পরিচালনাতেই রণবীরের সিংয়ের ছবির সবথেকে বেশি রোজগার করেছে তাও আবার প্রথমদিনেই। পদ্মাবতও মুক্তির দিন আয় করেছিল ১৯ কোটি টাকা। রোহিতের ছবির সাফল্যের কথা মাথায় রেখে রণবীর একটি বিবৃতিতে এদিন বলেন, ''সিম্বা রের্কড নাম্বারে ওপেন করেছে এই ছবিতে। রোহিত আমার ওপর ভরসা করতে পেরেছিল। ভেবেছিল মশালা কপের চরিত্রে আমি ভীষণ সাবলীলভাবে অভিনয় করতে পারব''।

Advertisment

আরও পড়ুন, করণ জোহরের ‘তখত’ রণবীরের কাছে গুরুত্বপূর্ণ ছবি

যদিও সিম্বা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমালোচক মহলে। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেছেন, ''সিম্বা দেখার একটাই কারণ সেটা হল রণবীর সিং। গোঁফ পাকিয়ে, চকচকে মুখে আর চওড়া কাঁধ নিয়ে পুলিশের পোশাকে স্ক্রিন জুড়ে হেঁটে চলেছেন। বিশ্বাস করুন মন্দ লাগবে না। পুলিশ স্টেশনের মধ্যে ঘোরাফেরা করে, গুণ্ডাদের সঙ্গে মারামারি করে এবং রাস্তায় চলতে চলতে শগুনের প্রেমে পড়া, প্রত্যেকটা মূহুর্তে নিজেকে উজার করে দিয়েছেন, এটা জেনেও যে তাঁকে একটা নির্দিষ্ট পরিসরে কাজ করতে হবে''।

Ranveer Singh Sara Ali Khan