Simmba movie cast: রণবীর সিং, সনু সুদ, অশুতোষ রানা, সারা আলি খান, নন্দু মাধব, অশ্বিনী কালেসকর
Simmba movie director: রোহিত শেট্টি
Simmba movie rating: ২/৫
সিংহম রিটার্নস এগইন... ভুল হয়ে গেছে সিম্বা। সেখানে একজন পুলিশ অফিসার শক্ত ও গম্ভীর অবতার থেকে বেরিয়ে এসে দয়াবান ও নম্রভাবে কথা বলছেন। এটা আমরা আগে দেখিনি? অত্যন্ত খাপার প্রশ্ন এটা, দেখিনি কারণ ছবিটার নাম সিংহম পার্ট থ্রি রাখা হয়নি। এটা মানাতেই বোধহয় যে পর্দায় রণবীর সিং রয়েছেন,অজয় দেবগণ নয়। যাকে সিনেমায় দেখা যাচ্ছে সংগ্রাম ভালেরাও বা সিম্বা হিসাবে। একজন অনাথ যে পুলিশ অফিসার হয়েছেন। যে গোয়ার পুলিশ স্টেশনে নিন্মলিখিত কাজগুলো করে থাকেন, ১. সুন্দর চোখ মুখ করে ঘুরে বেড়ানো, ২. রোহিত শেট্টির সংলাপ বলা, ৩. খারাপ মানুষগুলোকে ভাল করার জন্য তাদের আশেপাশে ঘুরে বেড়ানো।
সিম্বা দেখার একটাই কারণ সেটা হল রণবীর সিং। গোঁফ পাকিয়ে, চকচকে মুখে আর চওড়া কাঁধ নিয়ে পুলিশের পোশাকে স্ক্রিন জুড়ে হেঁটে চলেছেন। বিশ্বাস করুন মন্দ লাগবে না। পুলিশ স্টেশনের মধ্যে ঘোরাফেরা করে, গুণ্ডাদের সঙ্গে মারামারি করে এবং রাস্তায় চলতে চলতে শগুনের প্রেমে পড়া, প্রত্যেকটা মূহুর্তে নিজেকে উজার করে দিয়েছেন, এটা জেনেও যে তাঁকে একটা নির্দিষ্ট পরিসরে কাজ করতে হবে।
আরও পড়ুন, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’এর ট্রেলার টুইট, সমালোচনার মুখে বিজেপি
ছবিতে টুইস্ট তখন এসেছিল যখন আশুতোষ রানা, একজন সিনিয়ার পুলিশ অফিসার হয়ে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন। রোহিতের একটা দুবর্ল মূহুর্তে ধর্ষনের ঘটনা নিয়ে আসাই দর্শকদের বুঝিয়ে দিয়েছিল এবার আসরে নামবে হিরো। একটা ঘটনা নায়কের হৃদয় পরিবর্তন করে। ছবিতে ২০১২র নির্ভয়া কান্ডের ছাপ রেখেছেন পরিচালক। ভারি ভারি ইমোশনের পাহাড় তৈরি করেছেন রোহিত শেট্টি। ছবিতে সিগনেচার গাড়ি উড়ানোর দৃশ্য কিন্তু বদলায়নি।
সারা আলি খানের উপস্থিতি কিছুটা ভরসা জোগালেও সেটাও থাকল না বেশিক্ষণ। সারা নেচে, গেয়ে উপযুক্ত নায়িকা হয়ে উঠেছেন এই ছবিতে। তবে তিনি মেপে অভিনয় করার চেষ্ট করেছেন। নতুন মুখ তাই পর্দায় খারাপ লাগার জায়গা কম। তবে একটু আধটু সংলাপ শোনা গেলে বেশ লাগত। শেষে ''ভাই ফ্রম অ্যানাদার আই''-এই ডায়লগ বোঝাবে ছবিটা পরে দেখলেও ক্ষতি ছিল না কিছু।
Read the full story in English