বিজয়া দশমী উপলক্ষে মুখোপাধ্যায় পরিবারে সিঁদুর খেলার ধুম। ঠাকুর বরণ করতে হাজির হয়েছিলেন কাজল, থেকে রানী সকলেই। তার মাঝেই উৎফুল্ল আনন্দে মেতে উঠেছেন সকলে।
আর পাঁচটা পরিবারের মতই বাড়ির সকলে মিলে সিঁদুর খেলায় যোগ দিলেন কাজল – রানী এবং তানিশা। পরনে লাল পাড় সাদা শাড়ি, আটপৌরে স্টাইলে বিজয়া দশমীর দিনে দেখা গেল রানীকে। অন্যদিকে কাজল পড়েছেন সাদা লাল পাড় ঢাকাই। রানীকে দেখেই এগিয়ে গেলেন তানিশা মুখোপাধ্যায়। একে অপরকে জড়িয়ে ধরলেন তারা।
আরও পড়ুন [ অনন্যাকে পাত্তাই দিলেন না আরিয়ান! শাহরুখ পুত্রের কাণ্ডে হইচই নেটপাড়ায় ]
বরণ শেষে সবাইকে শুভেচ্ছা বিনিময় করেন রানী। দশেরা এবং বিজয়ার অভিনন্দন জানান। পুজো মণ্ডপে ভাই বোনদের সঙ্গে দেদার আনন্দে মাতলেন তারা সকলেই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন তানিশা মুখোপাধ্যায়। লিখলেন, সিঁদুর খেলা। দিদি কাজল ছাড়াও দেখা গেল বাকিদের।
এবারের মত পুজো শেষ। তবে মুখার্জি বাড়িতে তারকাদের আনাগোনা ছিল প্রতিবারের মতই। রণবীর কাপুর থেকে মৌনী রায়, অনুরাগ বসু, জয়া বচ্চন বাদ ছিলেন না কেউই। প্রতিদিন উপস্থিত ছিলেন রানী এবং কাজল। এই পাঁচদিন পরিবারের সঙ্গে মিলেমিশে যাওয়াই তো উৎসব।