Antara Mitra-Arijit Singh: 'ছেলেটা শত্তুরের মুখে ছাই দিয়ে...', অরিজিতের রাত জাগা সংগ্রামের গল্প শোনালেন অন্তরা...

Antara Mitra on Arijit Singh: বন্ধু অরিজিতকে কাছ থেকে চেনেন অন্তরা। তাঁকে যেভাবে রাতের পর রাত পরিশ্রম করতে দেখেছেন, আজও ভোলেননি। তাই আজ বন্ধুকে নিয়ে যা বললেন...

Antara Mitra on Arijit Singh: বন্ধু অরিজিতকে কাছ থেকে চেনেন অন্তরা। তাঁকে যেভাবে রাতের পর রাত পরিশ্রম করতে দেখেছেন, আজও ভোলেননি। তাই আজ বন্ধুকে নিয়ে যা বললেন...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
arijit antara

Antara for Arijit: বন্ধুকে নিয়ে কী বলছেন অন্তরা?

কেবল পরিশ্রম আর পরিশ্রম। ভারতীয় এক শিল্পী, বিদেশের মঞ্চে গাইছেন। সঙ্গে বিশ্ববিখ্যাত এক পপ তারকা। এড শিরানের সঙ্গে অরিজিতের ইংরেজি গানের ভিডিও ভাইরাল। তারপর থেকেই অরিজিতের প্রশংসা করছে গোটা ভারত।

Advertisment

আর এবার অরিজিতের এক বেশ কাছের বন্ধু কলম ধরলেন তাঁর হয়ে। তিনি জনপ্রিয় শিল্পী অন্তরা মিত্র। একসঙ্গে স্টেজ শো করেছেন তাঁরা। দুজনে বেশ কাছের বন্ধু। তাই, অরিজিতের এত উন্নতি এবং বিশ্ব দরবারে তাঁর কদর দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না অন্তরা। সমাজ মাধ্যমে কলম ধরলেন। তিনি লিখছেন...

কী লিখছেন অন্তরা? 

"লন্ডনের O2 Arena । থিক্ থিক্ করছে লোক। Ed Sheeran অরিজিৎ এর গিটার বাজিয়ে হারমোনি গাইছেন ।অরিজিৎ গাইছে ওর গান । লোকজন নিজের চোখ কে বিশ্বাস করতে পারছে না। কি দেখছে তারা - শিবতলা ঘাটের ছোড়া … একটা স্তরের নির্মাণ করছে … বিশ্ব দরবারে …“আর কবে” গাওয়া ছেলেটা শত্তুরের মুখে ছাই দিয়ে তৈরি করছে ইতিহাস।" বন্ধুকে নিয়ে তাঁর গর্বের শেষ নেই। বলা উচিত, অরিজিৎকে নিয়ে গর্ব করে গোটা একটা প্রজন্ম।

Advertisment

আরও পড়ুন  -  Priyanka Chopra: 'আমি পোশাক ঠিক রাখার চেষ্টা করছিলাম...', মেয়েকে কোলে নিয়েই চেনা জায়গায় বরকে চুমু প্রিয়াঙ্কার

আর অন্তরার মনে পড়ছে সেসব রাত জেগে পরিশ্রমের কথা। স্টুডিওতে কাজ আর শুধু কাজ। কীভাবে দিনের পর দিন অরিজিৎ জিতে যাচ্ছেন, সেটাই বলছেন অন্তরা। তাঁর কথায়... "আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে। জিতে যাচ্ছে রাতের পর রাত স্টুডিও তে জেগে জেগে কাজ করা। জিতে যাচ্ছে জেদ। জিতে যাচ্ছে হাজার হাজার স্বপ্ন। চোখ ভিজে যাচ্ছে আমার।"

অন্তরার পোস্ট 

পাশাপাশি এও জানালেন, যে গানে তিনি বিপ্লব এনেছেন, সেটি তিনি বাণিজ্যিক কারণে গননি। অরিজিতের আর কবে, নানা জমায়েত থেকে মিছিলে গাওয়া হয়েছে। অন্তরা বলছেন... ও আর কবে গায়নি । বলেছে - ওটা আমি মিছিলের জন্য বানিয়েছি .. বানিজ্যিক ব্যবহারে নয়। যারা জীবনে কিছুই বিশেষ করে উঠতে পারেননি তারা ট্রোল করে নিজের ব্যর্থ জীবনকে justify করতে চাইবেন না । ওতে গ্লানি আরও বাড়বে।"

উল্লেখ্য, অন্তরাকে দেখা যাচ্ছে সারেগামাপার বিচারক আসনে। কিছুদিন আগেই তাঁকে ট্রোল হতে হয় নিজের বিচারের জন্য। একজন প্রতিযোগীকে গান বোঝাতেই তাঁকে নানা কটাক্ষ শুনতে হয়।

Arijit Singh Live Concert Arijit Singh