/indian-express-bangla/media/media_files/2025/10/03/daler-mehndi-wife-2025-10-03-15-12-14.jpg)
জেলে কীভাবে থাকতেন তিনি?
মানব পাচারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর, কীভাবে দিন কাটত কারাগারে? অভিজ্ঞতা স্মরণ করলেন, জনপ্রিয় গায়ক দালের মেহেন্দির স্ত্রী তারান। অগ্নিপরীক্ষার এই অধ্যায় শুরু হয়েছিল ২০০৩ সালে, আর ২০১৮ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন। তবে ২০২২ সালে তাঁর শাস্তি স্থগিত হয় এবং বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তারান জানান, সেই সময়ে স্বামী দালের মেহেন্দি হারিয়েছিলেন ঘনিষ্ঠ বন্ধুদের সমর্থন। বিনোদন দুনিয়ারও খুব অল্প কয়েকজন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তবে পরিবারের দৃঢ়তা ছিল অটল। তাঁর কথায়, "আমাদের পরিবার ছিল পাথরের মতো শক্ত।"
সন্তানদের নিয়ে কারাগারে যাওয়ার স্মৃতি শেয়ার করতে গিয়ে তারান বলেন, "ওটা আমাদের জীবনের জন্য এক ভয়ংকর অধ্যায়। আমাদের ছোট মেয়েকে নিয়ে, জেলে যেতে মানা করা হয়েছিল। সবাই বলেছিল, এত ছোট মেয়েকে সেই পরিবেশে নেওয়া উচিত নয়। কিন্তু আমি জানতাম, বাবার সঙ্গে তাঁর সম্পর্কটা কতটা বিশেষ, তাই তাঁকে নিয়ে যেতেই হবে। বড় মেয়েও সবাইকে সাহসী হতে বলেছিল, যদিও ভেতরে ভেতরে আমরা ভেঙে পড়ছিলাম।”
Vishal Brahma: নায়কের কেরিয়ারে কলঙ্ক, কোটি কোটি টাকার মাদক উদ্ধার, পুলিশের জালে অভিনেতা
তিনি আরও বলেন, "জেলে দেখা করতে গেলে আমরা কেঁদে ভাসাতাম। কিন্তু আমাদের ছোট মেয়ে এক ফোঁটা চোখের জলও ফেলেনি। বরং সে বাবাকে জিজ্ঞেস করেছিল- ‘বিছানার চাদর পরিষ্কার আছে তো? টয়লেট পরিষ্কার আছে তো?’ তখনই দালেরজি ভেঙে পড়েছিলেন। ও জানত বাবা খাবার নিয়ে কষ্ট পাচ্ছেন, তাই নিজেও বাড়িতে আমিষ খাবার খেতে চাইত না আমার মেয়ে।"
আপিলের রায় ঘোষণার দিনটার কথাও স্মরণ করেছেন তারান। তিনি গুরুদ্বারে ছিলেন, হঠাৎ ফোন পান- ছোট মেয়ে স্কুলে যেতে চাইছে না। কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, বাবার ফিরে আসার অনেক প্রস্তুতি নিতে হবে। তাঁর কথায়, "সেই অনিশ্চিত দিনে আমার মেয়ের দৃঢ় বিশ্বাস আমাকে শক্তি দিয়েছিল।"
তিনি আরও উল্লেখ করেন, দালেরের ভাই মিকা সিং ও পরিবার পুরো সময়জুড়ে অবিচল সমর্থন দিয়েছেন। তবে ইন্ডাস্ট্রির নীরবতা তাঁকে হতাশ করেছে কিনা, জানতে চাইলে তারান বলেন, "এটা একটা শিল্প, ভ্রাতৃত্ব দেখানোর জায়গা নয়। খুব কম মানুষই খোঁজ নিয়েছেন। তবুও সুনীল শেঠি, আহমেদ খানের মতো কিছু বন্ধু পাশে ছিলেন। ইন্ডাস্ট্রিতে কেউ দালেরের বিরুদ্ধে বিদ্বেষ রাখেননি, কিন্তু সমর্থনও খুব কম এসেছে।"