New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/04/009GrWIccQZAa5KXK46c.jpg)
Durnibar Saha Dhiyaan: দুর্নিবার সাহার পুত্রকে দেখেছেন?
Durnibar Saha: তাঁদের বিয়ে নিয়ে ভীষণ সমালোচনা হয়েছে। আপাতত, ছেলেকে নিয়েই তাঁর সময় কাটছে। আর এবার তো দুর্নিবারকে দেখা গেল কাজের পাশাপাশি ছেলেকেও সময় দিতে।
Durnibar Saha Dhiyaan: দুর্নিবার সাহার পুত্রকে দেখেছেন?
দুর্নিবার সাহাকে নিয়ে একসময় সমালোচনা হয়েছিল বেশি। একটা সম্পর্ক থেকে আরেকটি সম্পর্কে যেতেই শিল্পীকে নানা কটাক্ষের মুখে পড়তে হয়। বর্তমানে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর আপ্ত সহায়ককে বিয়ে করেছেন তিনি।
একটি মিষ্টি সন্তান হয়েছে তাঁদের। আপাতত, ছেলেকে নিয়েই তাঁর সময় কাটছে। আর এবার তো দুর্নিবারকে দেখা গেল কাজের পাশাপাশি ছেলেকেও সময় দিতে। কথায় বলে, বাবা মা হয়ে গেলে তাঁদের নিজের জন্য সময় থাকে না। আর এবার দুর্নিবারকেও দেখা গেল সেই ডিউটি পালন করতে।
শিল্পী অনুষ্ঠান করতে ব্যস্ত ছিলেন। আর তাঁর সঙ্গে মিনি ভার্সনকেও দেখা গেল তাঁর। ছেলে ধিয়ান এখন তাঁর নয়নের মনি। তাই তো নিজের অনুষ্ঠানের মঞ্চেও ছেলেকে কোলে নিয়েই গান গাইতে দেখা গেল তাঁকে। শিল্পীর এই ভিডিও শেয়ার করলেন, মোহর নিজেই।
আরও পড়ুন - Babul Supriyo: 'কাটমানি দিন উনাকে, থাকবেন তবে...', স্টেজে উঠে মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়, তারপর?
দুর্নিবার গাইছেন, তাঁর কোলে ছোট্ট ধিয়ান মন দিয়ে সবটা শুনছে আর বোঝার চেষ্টা করছে। অনেক সময় এমন দৃশ্য দেখা গিয়েছে যে, বাবারা কিংবা মায়েরা তাঁদের সন্তানকে নিয়ে কাজ করছে কিংবা মিটিং অ্যাটেন্ড করছে। এবার দূর্ণির সেই ভিডিও ভাইরাল।
উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর মুখেভাতের ছবি ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ধিয়ানের বন্ধুত্ব বেশ মিষ্টি। একরত্তিকে স্মার্টি বলে ডাকেন তিনি। মুখেভাতের দিন বেশিরভাগ সময়টা বুম্বার কোলেই তাঁকে দেখা গিয়েছিল। সেদিনের ছবি শেয়ার করেই মা মোহর লিখেছিলেন...
"ধিয়ান, আমাদের সব বিপ্লবের কারণ শুধু তুমি। মান এবং হুঁশ নিয়ে মানুষ হয়ে ওঠো। বাকি সবটা সামলে নেব।"