ক্যামেরার সামনে বহুবার এসেছেন এই গায়িকা। তবে তা সবই গানের প্রয়োজনে। এবার অন্যভাবে সামনে আসবেন ইমন চক্রবর্তী। ছবিতে অভিনয় করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই গায়িকা। ভাস্কর চৌধুরীর ‘পয়লা বৈশাখ’ ছবিতে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এক শিল্পীর জার্নি নিয়ে তৈরি হচ্ছে পয়লা বৈশাখ। একটি নাচের দলের ইন্সস্টিটিউট, নাম কোমল গান্ধার। পয়লা বৈশাখের দিন একটা অনুষ্ঠান করার ডাক পায় তারা, কী করে সেই পর্যন্ত পৌঁছবে এই নাচের দল সেটাই এই ছবির মুখ্য চিত্রনাট্য। ছবিতে ইমনের চরিত্রের নাম নূপুর।
ছবির নাম ঘোষনার দিনে ইমন, অপরাজিতা ও শ্রাবন্তী।
পরিচালকের কথায়, ''ইমনকে দর্শক যে গ্ল্যামারাস লুকে দেখতে অভ্যস্থ তাকে দূরে সরিয়ে রেখে এক আটপৌরে ইমন পর্দায় ধরা দেবে। আর ইমনের মধ্যে মফঃস্বলের অভিজ্ঞতা রয়েছে। ওর মধ্যে যে অনেক কিছু করার জেদ, অসম্ভব পরিশ্রমি একটা মানুষ আছে চরিত্রটায় সেটার প্রয়োজন ছিল''। ইমন ছাড়াও ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, শ্রাবন্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, সূজন মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ, বিশ্বজিৎ চক্রবর্তী, ফয়েজ খান ও আরও অনেকে।
আরও পড়ুন, একটা বিবৃতি, দুই প্রজন্মের সাংবাদিককে কোন পথে নিয়ে যাবে?
ছবির শুটিং শুরু মার্চ মাসে। কলকাতা ছাড়াও শ্রীরামপুরের কিছু জায়গা। দেউঘর, মধুপুর, ঝাড়খন্ডের পুরুলিয়া অঞ্চলের কিছু গ্রামে শুটিং হবে এই ছবির।