১৭ বছরের ব্রাজিলিয়ান মডেলের অভিযোগের ভিত্তিতে বলিউডের গায়ক মিকা সিংকে আটক করেছিল দুবাই পুলিশ। এদিন ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপের পর ছাড়া হল তাঁকে। বৃহস্পতিবার রাতেই ছাড়া পেয়েছেন মিকা সিং। ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপের পর রেহাই পেলেন গায়ক। আবু ধাবিতে গল্ফ নিউজকে একথা জানালেন নভদীপ সিং সুরি, সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত।
গল্ফ নিউজের রিপোর্ট অনুযায়ী, নভদীপ সিং সুরি বলেছেন, মিকাকে পরে আদালতে হাজির হতে হবে বলে মনে করা হচ্ছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, মিকাকে দুবাইতে আটক করা হলেও পরে তাঁকে আবু ধাবিতে নিয়ে যাওয়া হয়। কারণ, অভিযোগকারিনী আবু ধাবির আবাসিক ভিসা নিয়েছেন।
আরও পড়ুন, দুটো ছবি ফ্লপ, তারপরেও অভিনয়ের সাহস দেখালেন করণ জোহর?
প্রসঙ্গত, অশালীন ছবি পাঠানো, বলিউডে মিকা সিং তাকে বলিউডে কাজ দেওয়ার প্রতিশ্রুতি এসবের কারণে মিকা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জনৈক তরুণী। এই প্রথমবার নয়, এর আগেও রাখি সাওয়ান্তকে জোর করে চুমু দেওয়ার অফিযোগে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। রাখি আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন গায়ককে। এমনকি #মিটু ক্যাম্পেন চলাকালীন রাখি সাওয়ান্ত প্রসঙ্গে মজাও করেছেন এই গায়ক। তবে এসব ঘটনায় মিকা সিংয়ের দিকে আঙুল নতুন নয়।
আইনি জটিলতা মিকার কাছে জলভাত। ২০১৬ সালে ৩২ বছরের এক ফ্যাশন ডিজাইনার মিকা বিরুদ্ধে এফআইআর করেছিলেন। মহিলার অভিযোগ ছিল, মিকা তাঁর বাড়িতে এসে হাত ধরে টেনে জোর করে জড়িয়ে ধরেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন মিকা ও পাল্টা বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে ডিজাইনারের বিরুদ্ধে এফআইআর করেন।
Read the full story in English