Advertisment
Presenting Partner
Desktop GIF

বেকারত্বের সমস্যায় উত্তাল বাংলা! নচিকেতা বললেন 'আজকের শর্টকাট'-এর গল্প

শিক্ষাঙ্গণে আর্থিক দুর্নীতির মাঝেই নচিকেতা চক্রবর্তীর অনন্য জবাব!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Partha Chatterjee Live updates, Bengal SSC scam, Nachiketa Chakraborty, নচিকেতা চক্রবর্তী, Partha Arpita, বাংলার বেকারত্ব, নচিকেতার সিনেমা আজকের শর্টকাট, বাংলার শিক্ষাঙ্গনে আর্থিক দুর্নীতি, বাংলা SSC দুর্নীতি, Model actress Arpita Mukherjee, Parth Chatterjee Aide Arpita Mukherje, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, Partha Chatterjee arrest, Partha Chatterjee, Arpita Mukherji, ED, পার্থ চট্টোপাধ্যায়, পার্থ অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার মডেল অভিনেত্রী অর্পিতা, Bengal news today, Indian Express Entertainment News

বেকারত্ব সমস্যা নিয়ে নচিকেতা চক্রবর্তীর গল্প

SSC দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি। কোটি কোটি টাকার নয়ছয়, আত্মসাৎ! চাকরি দেওয়ার নাম করে টাকার পাহাড়। ৫০০ দিন ধরে ধর্না দিয়েও ব্রাত্য রাজ্যের চাকরিপ্রার্থীরা। বেকার সমস্যায় যখন গোটা বাংলা উত্তাল, ঠিক সেই সময়েই অনন্যা জবাব নিয়ে এলেন নচিকেতা চক্রবর্তী।

Advertisment

রাজ্যের শাসক দলকে নিয়ে চুপ কেন শিল্পীরা, যাঁরা কিনা চুন থেকে পান খসলেই সোশ্যাল মিডিয়ায় বড়সড় হ্যাজ নামিয়ে বক্তব্য রাখেন? প্রশ্ন তুলেছেন আমজনতার অনেকেই। নির্বাক নচিকেতাকে নিয়েও প্রশ্ন উঠেছিল। কারণ ২১ জুলাইয়ের মঞ্চে তিনি কণ্ঠ ছেড়ে উপস্থিত সমাবেশের ভিড়কে মাতিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, একুশের বিধানসভাতেও শহরতলীর বিভিন্ন প্রাম্তে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন। শাসকদল ঘনিষ্ঠ বলেই কি চুপ নচিকেতা? উঠেছিল প্রশ্ন। তবে নির্বাক থেকে এবার তার অভিনব জবাব দিলেন গায়ক।

বেকার সমস্যা নিয়ে এক ছোটদৈর্ঘ্যের সিনেমার গল্প লিখে ফেলেছেন। নাম 'আজকের শর্টকাট'। তবে সেটা বছর তিনেক আগের কথা। অতিমারী সেই কাজকে পিছিয়ে দিয়েছে। তবে এবার যখন আর্থিক দুর্নীতি, বেকার সমস্যা নিয়ে তোলপাড় রাজ্য, ঠিক সেইসময়েই মুক্তি পাচ্ছে নচিকেতার লেখা গল্পের ছবি। পরিচালনা করেছেন সুবীর দত্ত।

<আরও পড়ুন: পার্থর শখের দামি কুকুররা অনাদরে বন্দি অর্পিতার ফ্ল্যাটে! মেজাজ হারালেন শ্রীলেখা>

২০১৯ সালে 'আজকের শর্টকাট' সিনেমার কাজ শেষ হয়। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস। প্রথমবার কলকাতার কোনও ছবি করলেন অপু। প্রযোজনা করেছে করমণ্ডল। বর্তমান প্রজন্ম কীভাবে লক্ষ্যের দিকে পৌঁছতে চায়? সেই প্রশ্ন তুলেই গল্প সাজিয়েছেন নচিকেতা চক্রবর্তী।

দুই বিপরীত মেরুর দুই চরিত্র বিশু ও গৌরব। বিশুর ভূমিকায় পরমব্রত। তাঁকে দেখা যাবে বসতির ছেলের চরিত্রে। অন্যদিকে সেই বসতির পাশেই ঝা চকচকে বহুতলে থাকেন গৌরব। এদিকে বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা এক তরুণীর ভূমিকায় দেখা যাবে অপুকে। পরমব্রতকে অনেকদিনবাদে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে। বেকারত্বের জ্বালা নিয়েই 'আজকের শর্টকাট'-এর গল্প।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Entertainment News Nachiketa Chakraborty West Bengal News WB SSC Scam
Advertisment