Advertisment
Presenting Partner
Desktop GIF

পার্থর শখের দামি কুকুররা অনাদরে বন্দি অর্পিতার ফ্ল্যাটে! মেজাজ হারালেন শ্রীলেখা

অবলা প্রাণীদের কষ্ট দেওয়া কেন? প্রশ্ন অভিনেত্রীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Partha Chatterjee Live updates, Arpita Mukherjee Belgharia Flat, Bengal SSC scam, Partha Arpita, শ্রীলেখা মিত্র, Sreelekha Mitra, পার্থ অর্পিতা ইস্যুতে শ্রীলেখা মিত্র, পার্থ অর্পিতার দামি কুকুর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, Model actress Arpita Mukherjee, Parth Chatterjee Aide Arpita Mukherje, Partha Chatterjee arrest, Partha Chatterjee, বাংলা SSC দুর্নীতি, Arpita Mukherji, ED, পার্থ চট্টোপাধ্যায়, পার্থ অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার মডেল অভিনেত্রী অর্পিতা, Bengal news today, Indian Express Entertainment News

পার্থ-অর্পিতার ফ্ল্যাটবন্দি কুকুরদের নিয়ে উদ্বিগ্ন শ্রীলেখা মিত্র

অর্পিতা মুখোপাধ্যায় ছিলেন পোষ্যপ্রেমী। বিশেষ করে সারমেয় তাঁর বেজায় প্রিয়। আর সেই প্রেক্ষিতেই অভিনেত্রীকে বিশেষ প্রজাতির বিভিন্নরকম সারমেয় উপহার দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু SSC দুর্নীতির দায়ে সেই পোষ্যদের মালিক-মালকিন এখন ইডি হেফাজতে। অতঃপর অনাহারেই দিন কাটাতে হচ্ছে সেই সারমেয়দের। পার্থ-অর্পিতার শখের বিদেশি কুকুরা এখন ফ্ল্যাট-বন্দি। আর সেই প্রেক্ষিতেই আওয়াজ তুললেন শ্রীলেখা মিত্র।

Advertisment

শ্রীলেখা বরাবরই সারমেয়-প্রেমের কথা বলে এসেছেন। এমনকী, পথকুকুরদের সেবা-শুশ্রূষা করতে গিয়ে নিজের আবাসনের প্রতিবেশীদের কাছেও তাঁকে কটুক্তি, নানা হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু হাল ছেড়ে দেননি। লকডাউনে দুবেলা পথকুকুরদের খেতে দেওয়া, তাদের জন্য থানা-পুলিশ করা সবই করেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও একাধিকবার অবলা প্রাণীদের হয়ে সরব হয়েছেন শ্রীলেখা। এবার পার্থ-অর্পিতার ফ্ল্যাটে বন্দি একাধিক সারমেয়দের কথা জানতেই ক্ষোভে ফুঁসে উঠলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের যে ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা-সহ লক্ষ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে, সেখানকারই এক ফ্ল্যাটে বন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শখের সারমেয়রা। মোট ৯টি বিদেশি প্রজাতির কুকুর রয়েছে সেখানে। যাদের দাম ৪ লক্ষ টাকারও বেশি। সেই তালিকায় রয়েছে রটওয়েলার, ইংলিশ বুলডগ, ফ্রেঞ্চ বুলডগ, পাগ ও বিগল। কিন্তু মালিকহারা সেই শখের পোষ্যরা এখন দিশেহারা। ঠিকমতো খাবার-জল পাচ্ছে না। আর সেই প্রেক্ষিতেই পশুপ্রেমী হিসেবে সরব হয়েছেন শ্রীলেখা মিত্র।

<আরও পড়ুন: ‘ভারত আমার দেশ, ঘৃণা ছড়াবেন না’, বিস্ফোরক পর্দার ‘লাল সিং চাড্ডা’ আমির খান>

অভিনেত্রীর মন্তব্য, "খুব অয়হায় লাগছে। কিছু কি করা সম্ভব? ওরা তো ঘুষ নেয়নি। কিন্তু ভুগছে। কেউ দেখার নেই। খেতে দেওয়ার নেই শুনলাম। জলও পাচ্ছে না। এই প্রাণীগুলোর কি হবে?" প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শ্রীলেখা।

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই SSC দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে একের পর এক ভয়ঙ্কর পোস্টে রাজ্যের শাসকদলকে বিঁধে চলেছেন শ্রীলেখা মিত্র। এবার পার্থ-অর্পিতার ফ্ল্যাটে বন্দি অবলা, অসহায় সারমেয়দের কতা জানতে পেরেও ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী। তাদের জন্য বন্দোবস্ত করার আর্জি রেখেছেন শ্রীলেখা মিত্র।

<আরও পড়ুন: ‘ভাতা পেয়ে ঘুমিয়ে গেলেন নাকি?’,বাংলার ‘নির্বাক’ বুদ্ধিজীবীদের চরম কটাক্ষ রুদ্রনীলের>

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই SSC দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে একের পর এক ভয়ঙ্কর পোস্টে রাজ্যের শাসকদলকে বিঁধে চলেছেন শ্রীলেখা মিত্র। এবার পার্থ-অর্পিতার ফ্ল্যাটে বন্দি অবলা, অসহায় সারমেয়দের কতা জানতে পেরেও ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী। তাদের জন্য বন্দোবস্ত করার আর্জি রেখেছেন শ্রীলেখা মিত্র।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

partha chatterjee Sreelekha Mitra WB SSC Scam Arpita Mukherjee West Bengal News tollywood Entertainment News
Advertisment