Bangladesh Singer Noble: ৪টে বিয়ে কিংবা রিহ্যাব, যত কেলোর কীর্তি বাংলাদেশের নোবেলের! সবটা জানলে আপনিও তাজ্জব বনে যাবেন

Bangladesh singer Noble: অভিযোগের তালিকা লম্বা। কিন্তু একবার নয়। বরং বারবার এই তারকা নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও ভয়ঙ্কর মন্তব্য আবার কখনও একাধিক বিয়ে, প্রাক্তন স্ত্রী সালসাবিল তাঁর বিরুদ্ধে বারবার গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন...

Bangladesh singer Noble: অভিযোগের তালিকা লম্বা। কিন্তু একবার নয়। বরং বারবার এই তারকা নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও ভয়ঙ্কর মন্তব্য আবার কখনও একাধিক বিয়ে, প্রাক্তন স্ত্রী সালসাবিল তাঁর বিরুদ্ধে বারবার গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন...

author-image
Anurupa Chakraborty
New Update
bangladesh singer noble

এভাবেই বিতর্কে ডুবে থাকলেন নোবেল...

Noble Man-Bangladesh: নারী বিতর্ক এবং তাঁদের বারবার অবজ্ঞা করার পরিণতি যে কী সাংঘাতিক, সেকথা বোধহয় নোবেল ম্যানকে না দেখলে বোঝা যায়না। তাঁর সঙ্গে নেশা তো আছেই। বাংলাদেশের এই গায়ক যিনি ভারতের একটি শো থেকে জনপ্রিয়তা পেলেন, গুণকীর্তির শেষ নেই। বরং বলা উচিত এই ব্যক্তি যেচে পরেই সবসময় বিতর্কে জড়িয়েছেন। আজ সকাল হতেই খবর আসে ধর্ষণ কাণ্ডে ধরা পড়েছেন এই গায়ক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

অভিযোগের তালিকা লম্বা। কিন্তু একবার নয়। বরং বারবার এই তারকা নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও ভয়ঙ্কর মন্তব্য আবার কখনও একাধিক বিয়ে, প্রাক্তন স্ত্রী সালসাবিল তাঁর বিরুদ্ধে বারবার গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। নোবেল নামে নোবেল হলেও আসলে তিনি একেবারেই নোবেল কিংবা জেন্টেল্ম্যান নন। সে তাঁর কীর্তিকলাপেই প্রমাণিত। এবং এবার যে কাণ্ডে তিনি ফেঁসেছেন তারপর 'নো-বেল' অর্থাৎ জামিন পাবেন কিনা সেই নিয়েও সন্দেহ আছে। তাঁর স্ত্রী আজও মুখ খুলেছেন এই নিয়ে।  

যদিও এই প্রথমবার না, সালসাবিল মেহমুদ এর আগেও গায়ককে নিয়ে নানা অভিযোগ এনেছিলেন। এবং নোবেলের গুণকীর্তি গুনে শেষ হবে না। তিনি পাগলাগারদ থেকে রিহ্যাব সর্বত্রই গিয়েছেন। ২০২১ সালে তিনি মানসিক হাসপাতালে যান। পুলিশের পরামর্শ মতোই তিনি যে মানসিক হাসপাতালে গিয়েছেন এমনটাও জানা যায়। পাবনার এক বিখ্যাত মানসিক হাসপাতালে যান তিনি। আর শুধু গিয়েই ক্ষান্ত থাকেননি। সেখানকার রোগীদের সঙ্গে জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'ও গেয়েছেন। সেই ভিডিও-ই নেটদুনিয়ায় ভাইরাল হয়। 

Tollywood Singer: স্কুলে আগুন লাগাতে গিয়ে কারেন্ট খেয়ে অজ্ঞান! ভয়ঙ্কর …

Advertisment

আর নারী সঙ্গর কারণে তো বহুবার তাঁর নাম এসেছে শিরোনামে। একের পর এক বিয়ে। একাধিক সম্পর্ক, কিন্তু দিনের শেষে একটা সম্পর্কও তাঁর টেকেনি। একটু খেয়াল করলে দেখা যাবে সালসাবিলের সঙ্গে বিচ্ছেদের ছয় মাসের মাথায় ফের একবার আরশিকে বিয়ে করেন তিনি। তাঁর তৃতীয় প্রাক্তন স্ত্রী অভিযোগ এনেছিলেন, গার্হস্থ্য হিংসা এবং অতিরিক্ত মাদক সেবনের। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নোবেল প্রথম বিয়ে করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। এর পর এক আত্মীয়কে বিয়ে করেন নোবেল। বেশি দিন টেকেনি সেই সংসারটাও। এরপর, সালসাবিল আসেন তাঁর জীবনে। 

সেই মহিলা অভিযোগ করেন, দিনের পর দিন মাদক আসক্তি বেড়ে যাচ্ছিল গায়কের। এবং এরপরই তাঁদের বিচ্ছেদের সঙ্গে সঙ্গে রিহ্যাবে পর্যন্ত যান নোবেল। হঠাৎ করেই জানা যায়, তিনি চার নম্বর বিয়ে করেছেন। তিনি হঠাৎ করেই তাঁর চতুর্থ বিয়ের আপডেট দেন। লাইফস্টাইল ব্লগার ফারজানা আরশির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেই তিনি বিয়ের কথা জানিয়েছিলেন। কিন্তু... তারপর থেকেই গন্ডগোল শুরু। ফারজানা আরশির সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল নাদিম আহমেদের। তিনি পদ্মাপাড়ের বেশ জনপ্রিয় ফুড ব্লগার। এবং এই কথা, প্রথম প্রকাশ্যে এনেছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল। এখানেই শেষ না! তিনি আগেও জানিয়েছিলেন, নোবেল নাকি এই মেয়েটিকে তুলে নিয়ে এসেছেন একরকম জোর করেই প্রায়। যদিও, ফারজানা এই বিষয়ে নানা অভিযোগ সবটাই ভুল প্রমাণ করেন। জানা যায় গায়কের তুলে আনা চতুর্থ বউ, খুলনায় ফিরে গিয়েছিলেন। 

আর আজ, সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে, দেখা করার কথা বলে ডেকে আনে নোবেল। এমনকি তাকে বিয়ে করার প্রলোভনও দেখান। এর পরবর্তীতে ৭ মাস এই নারীকে তার বাড়িতে আটকে রাখেন। এবং সেই সময় সেই ছাত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেন তিনি। তাকে ধর্ষণও করেন বলে অভিযোগ। সেই সমস্ত ঘটনা নিজের মুঠোফোনে রেকর্ড করে মেয়েটিকে হেনস্থা করেছেন বলে পুলিশ মারফত খবর।  

Tollywood Actress tollywood Singer Noble