scorecardresearch

বড় খবর

বলিউডে চওড়া হচ্ছে করোনার থাবা, এবার সপরিবারে আক্রান্ত সোনু নিগম

বলিউডে একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ

বলিউডে চওড়া হচ্ছে করোনার থাবা, এবার সপরিবারে আক্রান্ত সোনু নিগম
সপ্রিবারে আক্রান্ত হলেন সোনু নিগম

নতুন বছরকে স্বাগত জানাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন ৷ সেখানেই সপরিবারে করোনা আক্রান্ত হলেন গায়ক সোনু নিগম ৷

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন সোনু। জানা গিয়েছে, তাঁর পাশাপাশি ছেলে নিবান নিগম এবং স্ত্রী মধুরিমা নিগমও করোনায় আক্রান্ত ৷ এদিকে একের পর এক করোনা থাবাতে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। কী বলেছেন জনপ্রিয় এই গায়ক?

ইন্সটাগ্রাম পোস্টে সোনু নিগম জানিয়েছেন, “আমি এই মুহূর্তে দুবাইয়ে রয়েছি ৷ এখান থেকে একটি অনুষ্ঠানের জন্য ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল ৷ সুপার সিঙ্গার সিজন থ্রি-র শুটিংও রয়েছে ৷ তবে সেখানে যেতে পারছি না কারণ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বারবার পরীক্ষা করার পরও একই ফলাফল আসায় আমি এই বিষয়ে নিশ্চিত হই ৷ হালকা উপসর্গ থাকলেও আমি অসুস্থবোধ করছি না ৷ আমার গলা ঠিক আছে ৷ বরং ভাইরাল জ্বর নিয়ে অতীতে আমি পারফর্ম করেছি ৷ সেটার থেকে বর্তমানে ভাল অবস্থায় রয়েছি ৷”

[আরও পড়ুন: বাড়ির সামনে ২ যুবতীর চিৎকার! শান্ত করতে বেরিয়ে এলেন খোদ কার্তিক আরিয়ান, দেখুন ভিডিও]

ইতিমধ্যেই কোভিড তৃতীয় ঢেউয়ে একের পর এক সেলিব্রিটি করোনা আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন করিনা কাপুর ও অমৃতা অরোরা ৷ তাঁরা সেরে ওঠার পরপরই অর্জুন কাপুর ও তাঁর বোন অনসুলা, রিয়া কাপুর ও তাঁর স্বামী করোনায় আক্রান্ত হন ৷ তালিকায় রয়েছেন পরিচালক একতা কাপুর, নোরা ফতেহি, সস্ত্রীক জন আব্রাহাম, মৃণাল ঠাকুর ও বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া ৷

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Singer sonu nigam and his family test positive for covid