/indian-express-bangla/media/media_files/2025/06/20/aamir1-sitaare-zameen-par-2025-06-20-09-58-51.jpg)
কেন দেখবেন এই ছবি?
Sitaare Zameen Par: একের পর এক বহু ছবি তিনি উপহার দিয়েছেন। নানা সিরিয়াস ইস্যুতে তিনি কাজ করেছেন। আমির খানের সিতারে জমিন পর আবারও বহুবছর পর এক এমন ছবি যা তথাকথিত কমার্শিয়াল ছবি না। বরং, এমন এক ছবি যা বিশেষ ক্ষমতাসম্পন্ন বাচ্চাদের দারুণ পারফরম্যান্স শো করেছে। এমন এক ছবি, যা নিয়ে আলোচনা হতে বাধ্য। আমির সবসময় আউট অফ দ্যা বক্স ভাবতে ভালবাসেন। এবারও তিনি ব্যাতিক্রম না।
আমির খান তারে জমিন পরের পর আবারও এমন একটি সিরিয়াস ছবি নিয়ে এসেছেন। তাই, বলাই উচিত এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। আমির নিজেও এই ছবিতে বাস্কেট বল কোচের ভুমিকায় অভিনয় করেছেন। এবং এই ছবিতে বেশ কিছু দারুণ অভিনেতা, যারা কেবল শারীরিক অর্থেই বিশেষ ক্ষমতাসম্পন্ন, কিন্তু মন থেকে ভীষণ এগিয়ে যাওয়া মানুষ, তাঁরা কাজ করেছেন। শুরু থেকেই তাঁদের নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু, আমিরের এই ছবি সিতারে জমিন পর নিয়ে নানা ধরণের মন্তব্য শোনা গিয়েছে।
আমির খান, পরপর অনেকগুলি ছবি ফ্লপ দিয়েছেন। তাঁর মধ্যে শেষ ছবি লাল সিং চাড্ডা পর্যন্ত রয়েছে। এমনকি, আমির প্রযোজিত এক ছবি লাপাতা লেডিস নিয়েও চূড়ান্ত আলোচনা হয়। সেই ছবি নারীবাদকে তুলে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছিল। শুধু তাই নয়। সেই ছবি পরবর্তীকালে টোকা ছবি বলেও রোষের মুখে পরে। কিন্তু, এবার আমির একদম পাকাপাকি ময়দানে নেমেছেন। তাঁর এই ছবি নিয়ে অনেক রিসার্চ করেছেন তিনি। এমনকি, যা রিভিউ শোনা যাচ্ছে ...
কেউ বলছেন, আমির খান যে ধরণের ছবি করছেন তাতে এটুকু বলা উচিত তিনি ছাড়া এসব সম্ভব না। আবার কেউ বলছেন, আমির এবং জেনেলিয়া দুজনেই অনবদ্য কাজ করেছেন। তাঁরা যা ফ্রেশ পেয়ার দেখালেন সেটা দারুণ। কারওর কাছে আমিরের এই ছবি মানুষের চিন্তাভাবনা পাল্টে দেবে। আবার কেউ বললেন, এরকম তাবড় তাবড় ইস্যু নিয়ে কাজ করার ক্ষমতা সকলের থাকে না। কিন্তু, আমির সিতারে জমিন পরে যা দেখালেন সেটি দারুণ। প্রসঙ্গে, জানা যাচ্ছে এই ছবির দ্বিতিয় ভাগ বেশি ভাল। দর্শক নাকি চোখ ফেরাতে পারবেন না।