Bollywood Actress: দলা পাকানো কুঁচকানো কালো চামড়া-লাল চোখ! অভিনেত্রীর মুখের এই ভয়ংকর অবস্থা দেখলে আঁতকে উঠবেন

Actress Look: এ কী অবস্থা বলি সুন্দরীর! সুন্দর মুখের এ কী হাল! মুখে চামড়া পুরো দলা পাকিয়ে গিয়েছে। ফর্সা রং উধাও, এ তো পুরো কুচকুচে কালো। বলিউডের গ্ল্যাম ডিভার এই চেহারা দেখলে আপনি চমকে যাবেন। দেখুন চেহরার সেই ভয়াবহতা।

Actress Look: এ কী অবস্থা বলি সুন্দরীর! সুন্দর মুখের এ কী হাল! মুখে চামড়া পুরো দলা পাকিয়ে গিয়েছে। ফর্সা রং উধাও, এ তো পুরো কুচকুচে কালো। বলিউডের গ্ল্যাম ডিভার এই চেহারা দেখলে আপনি চমকে যাবেন। দেখুন চেহরার সেই ভয়াবহতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অভিনেত্রীর মুখের এই ভয়ংকর অবস্থা

অভিনেত্রীর মুখের এ কী ভয়ংকর অবস্থা!

BTS Photos From Chhorii 2: সদ্য মুক্তি পেয়েছে লেটেস্ট সিরিজ ছোড়ি ২। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর ছোড়ি-র সিক্যোয়েলও দর্শকমহলে বেশ ভালই সাড়া ফেলেছে। দুটি পর্বেই অভিনেত্রী নুসরত বারুচার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। তবে এই হরর সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ নবাব কন্যা সোহা আলি খান। আরও একবার নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি।  

Advertisment

Daasi Maa-এর চরিত্রে সোহা আলি খানের মারকাটারি অভিনয় এখন পেজ ৩-র চর্চিত বিষয়। আর সেই চর্চা উসকে দিয়েছে ছোড়ি ২-এর BTS মোমেন্ট। সম্প্রতি সোহা তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন যা দেখলে শিড়দাঁড়া দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত। শিহরণ জগানো সেই ছবিগুলো দেখলে রাতের ঘুম উড়ে যাবে। 

দলা পাকানো কুঁচকানো কালো চামড়া! লাল চোখ! সে এক ভয়ংকর চেহারা! চোখে চশমা পরে ল্যাপটপে মন কাজ করছেন। মুখের ভয়ংকর অবস্থা দেখলে আঁতকে উঠবেন। এই ছবি দেখলে বোঝার উপায় নেই ইনি বলি ডিভা সোহা আলি খান!! Daasi Maa-এর চরিত্রের জন্য সোহার প্রস্থেটিক মেকআপ জাস্ট ফাটাফাটি সে কথা অস্বীকার করার উপায় নেই।

চরিত্রের প্রয়োজনে প্রস্থেটিক মেকআপের মাধ্যমে তারকাদের চেহারার আমূল ভোলবদলের দৃষ্টান্ত একাধিকবার উঠে এসেছে সিনেমার পর্দায়। বলিউডের শাহেনশা আমিতাভ বচ্চন থেকে, 'মস্তানি' দীপিকা পাডুকোন সহ বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো বহু তারকাই প্রস্থেটিক মেক-আপে মাত দিয়েছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন সোহা আলি খান। 

Advertisment

ছোড়ি ২-এ Daasi Maa-র লুক শেয়ার করে লিখেছেন, ' ক্যামেরার পিছনে ও সামনে Daasi।'চেহারার এই ট্রান্সফরমেশন মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোহাকে। অভিনেত্রী পত্রলেখা সোহার পোস্টে লিখেছেন, 'উফ, দ্বিতীয় ছবিটা দেখলে তো একেবারে ভয় লাগছে।'

আরও পড়ুন সন্তানের লোভে প্রেমিকাকে ছেড়ে অন্যত্র বিয়ে, কিংবদন্তী প্রেমিকযুগলের ট্রাজিক লাভ স্টোরিতে চোখে জল আসবে

সোহা আলি খানের কাজের প্রতি একাগ্রতা ও অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ পরিচালক Vishal Furia। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে হাই-ফাইভ ও ফায়ার ইমোজি দিয়ে সাধুবাদ জানিয়েছেন বিশাল। সইফ পুত্র ইব্রাহিম আলি খানের  Nadaaniyan দেখে তাঁকে সফল কেরিয়ার গড়ার টিপসও দিয়েছেন। 

আরও পড়ুন হাউহাউ করে কেঁদে নেপোকিডদের তুলোধনা, বলিউড নিয়ে ইরফান পুত্রের বিস্ফোরক ভিডিও ভাইরাল হতেই কী সাফাই পরিবারের?

bollywood movie Bollywood News bollywood actress soha ali khan Chhorii 2