Soham-Idhika: রূপোলি পর্দার অভিনেতাদের চাকচিক্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু, পর্দার ওপারে চরিত্রকে ফুটিয়ে তোলার লড়াই চলে প্রতিনিয়ত। নায়ক-নায়িকার রোম্যান্টিক প্রেম কাহিনি হোক বা ধুঁয়াধার অ্যাকশন দৃশ্য, মান-অভিমান-এর দৃশ্যের সঙ্গে দর্শক একাত্ম হয়ে যায়। সিনেমার পর্দায় সেই চরিত্রগুলোতে নিখুঁতভাবে পরিবেশন তুলতে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে স্টুডিওপাড়ার সেলেরা। পর্দার পিছনে তাঁদের সেই গল্প এবার দর্শকের দরবারে। সৌজন্যে সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত আপকামিং বাংলা ছবি বহুরূপ।
এমন এক অভিনেতার গল্প যে কোন এক চরিত্রের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছে। প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন সোহম-ইধিকা। দেবের 'কিশোরী' এবার সোহমের নায়িকা। দুজনেই নিজেদের সম্পূর্ণ ভেঙেচুরে নতুনভাবে দর্শকের সামনে মেলে ধরার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
এক অঙ্গে সাতটি রূপ ফুটিয়ে তোলা মোটেই খুব একটা সহজ বিষয় নয়। সেই কঠিন চ্যালেঞ্জকে বাস্তবায়িত করতে পরিচালক আকাশ মালাকারের সঙ্গে অঙ্গীকারবদ্ধ সোহমও। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোন অভিনেতাকে একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক। ইধিকা পালকেও দেখা যাবে বেশ কয়েকটি ভিন্ন অবতারে।
সোহম-ইধিকা ছাড়াও বহুরূপের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে , ভরত কল, দেবলিনা দত্ত সহ অনেকেই। আকাশ মালাকারের নির্দেশনায় বাংলার সবথেকে বড় থ্রিল এবং মার্ডার মিস্ট্রিতে সোহমের সাতটা লুক যে এই ছবির ইউএসপি সে কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। একইসঙ্গে এই ছবির হাত ধরে টলপাড়ায় তৈরি হল আরও এক নতুন জুটি-ও।
রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদুতেই এক অঙ্গে সাত রূপ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সোহম চক্রবর্তী। ছবিতে যেমন দর্শক থ্রিলারের স্বাদ পাবে তেমনই থাকবে প্রেম-ভালবাসা-আবেগের মিশেল। ছবি তৈরির সময় মেইন স্ট্রিম ঘরানাকে প্রাধান্য দিয়েছেন পরিচালক।
মানুষ তাঁর হিরোকে larger then life দেখতে চায় আর এটা ভেবেই এই বহুরূপ তৈরি করেছেন আকাশ। ছবি বানানোর সময় আরও একটি বিষয় খেয়াল রেখেছেন দর্শকের যাতে একঘেয়েমি না লাগে। আদ্যোপান্ত থ্রিল আর মার্ডার মিস্ট্রি নিয়েই আকাশ মালাকার তৈরি করবেন বহুরূপ। ২০২৬-এর শুরুতে হয়ত মুক্তি পাবে ছবিটি।