অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর সামনে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধা মহিলা। শীর্ণকায়,হাতে লাঠি। চিনতে পারছেন ইনি কে! একটু লক্ষ্য করলেই বোঝা যাবে তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকার। এক নজরে বুঝে ওঠার উপায় নেই ঠিকই।
ইন্দ্রদীপ দাশগুপ্তর পরবর্তী থ্রিলার আগন্তুক। ছবিতে বৃদ্ধার চরিত্রে দেখা যাবে সোহিনীকে। শুটিংও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টুইটারে ছবি পোস্ট করে প্রযোজনা সংস্থা সানডে এন্টারটেইনমেন্ট জানান দিলেন শীঘ্রই আসতে চলেছে টিজার। খাস কলকাতায় রহস্যময়ভাবে খুন হচ্ছেন বৃদ্ধরা। এই বিষয়কে নিয়েই থ্রিলারে ডুব দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আরও পড়ুন, অবন ঠাকুরের গল্প নিয়ে ধারাবাহিক! ফিরছেন সুদীপ্তা রায়
বেশ কিছুদিন ধরেই কলকাতায় বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শহর। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। চিত্রনাট্যে উঠে আসছে বাস্তবের সেই কাহিনিই। তিনটি বয়সেই পর্দায় আগমন ঘটবে অভিনেত্রীর। সোহিনীর বিপরীতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়কে। নিজের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে মৃত্যু হয় বৃদ্ধার। এখান থেকেই গল্পের শুরু।
আরও পড়ুন, করণের পরিচালনায় বড়পর্দায় দাদার বায়োপিক? জল্পনা তুঙ্গে
ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। তবে সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন ইন্দ্রদীপ। ক্যামেরার কারিগরি সামলাবেন শীর্ষ রায়। আবির ও সোহিনী ছাড়াও ‘আগন্তুক’-এ দেখা যাবে সুজন মুখোপাধ্যায়, দেবলীনা কুমার, দামিনী বেনি বসু, সিধু, দেবপ্রতিম দাশগুপ্তর মতো অভিনেতাদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন