Sohini Sarkar Video: বছর শেষের মরশুমে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই আনন্দে মেতে রয়েছে। কাজের ব্যস্ততার মাঝে কেউ সেরে ফেলছেন চড়ুইভাতি তো কেউ আবার ঘুরতে যাচ্ছেন। এভাবেই বছরের শেষটা কাটছে সকলের। এর মাঝেই চোখে জল টলি অভিনেত্রী সোহিনী সরকারের! নতুন বছরকে স্বাগত জানাতে যখন সকলে মুখিয়ে রয়েছে, বছরের শেষটা ভালভাবে কাটাতে চাইছেন তখন সোহিনীর চোখে কেন জল?
চলতি বছরেই মনের মানুষ শোভনের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধা পড়েছেন। নতুন ছবিতে কাজ করছেন। সব মিলিয়ে তো এখন সোহিনীর সুখের সময় হওয়া উচিত, আচমকা কী হল? আসলে বিষয়টা মজার। আমার-আপনার যেমন পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসে, সোহিনীরও ঠিক তাই হয়েছে।
রান্নাঘরে পেঁয়াজ কাটার সময় একেবারে নাকের ডল-চোখের জল এক করে ফেলেছেন অভিনেত্রী। সেই রিল ভিডিওটি আবার মজা করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোহিনী। চোখ থেকে যেভাবে জল গড়াচ্ছে তা দেখে সোহিনী নিজেই হেসে কুটোপুটি। আর বলছেন, এটা তো চোখ যেন যেন কল মনে হচ্ছে। কাজের বাইরে সংসারের কাজেও নিপুনা সোহিনী।
পেঁয়াজ কাটতে গিয়ে দুচোখ দিয়ে অঝোর শ্রাবণ তাঁর নিত্যদিনের সঙ্গী, সে কথা নিজেই জানিয়েছেন শোভন ঘরণী। একদিকে পেঁয়াজ কাটছেন আর অন্যদিকে দুহাত দিয়ে চোখের জল মুছছেন সোহিনী। ভিডিও শেয়ার করতেই তা দ্রুত গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোহিনীর অবস্থা দেখে তো হেসে খুন নেটনাগরিকরা। নেটিজেনদের অনেকেই আবার ট্রোলও করেছেন। কেউ খোঁচা মেরে লিখেছেন, 'একদিন করলে এইরকম হয়'। কেউ আবার পেঁয়াজ কাটার আগে জলে ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সোহিনী।
বছর শেষের আগে শহুরে শীত উপভোগ করার একটি রিল শেয়ার করেছেন। কখনও ট্রাম লাইনের ধারে হাঁটছেন তো কখনও ফুল কিনছেন, কমলালেবু ছুলে খাচ্ছেন। কখনও আবার গাছের ডালে বসে পা দোলাচ্ছেন সোহিনী। ২০২৫-এর ৩১ জানুয়ারি আসছে সোহিনী-বিক্রমের নতুন ছবি অমরসঙ্গী। হরর রোমান্টিক কমেডিতে প্রথমবার জুটি বাঁধছেন সোহিনী-বিক্রম।