Sohini-Shovan: 'চাইলে আমার বাড়িতে বউ হয়ে এস..', সোহিনীর কাণ্ডে নাজেহাল! সকলের সামনেই বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী!

Tollywood news : একটি বিয়েবাড়িতে নানা ঘটনার সম্মুখীন সোহিনী! শোভনের সম্পর্কে কি তবে সিলমোহর পড়ল? নাকি প্রশ্ন উঠল বন্ধুত্ব নিয়ে?

Tollywood news : একটি বিয়েবাড়িতে নানা ঘটনার সম্মুখীন সোহিনী! শোভনের সম্পর্কে কি তবে সিলমোহর পড়ল? নাকি প্রশ্ন উঠল বন্ধুত্ব নিয়ে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sohini sarkar, sovon ganguly, sohini sovan

Sohini Tollywood news: কী বললেন শোভন? ছবি-ফেসবুক

শোভন এবং সোহিনী, শেষ দুই দিন তারাই লাইমলাইটে। সোহিনী ( sohini Sarkar ) তাঁর বন্ধুর বিয়েতে নিয়ে গিয়েছিলেন শোভনকে ( Shovan Ganguly )? নাকি দুজনের একসঙ্গে আমন্ত্রণ ছিল। সেসব জল্পনা এখন অতীত। বরং তাঁদের সম্পর্কের ভবিষ্যত নিয়ে নানা আলোচনা।

Advertisment

পরনে, সোনালী রঙের শাড়ি, সাবেকি সাজ সোহিনীকে লাগছিল বেশ। অন্যদিকে, শোভন। কালো মেরুন রঙের পাঞ্জাবি, গায়ক কাছের মানুষের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেই আলোচনা শুরু। এর আগে অবশ্য একবার শোভন তাঁদের ছবি পোস্ট করেছিলেন। সেই নিয়েও শুরু হয় জলঘোলা। এরপরই সেই ছবি ডিলিট করেন তিনি। তবে, এবার আর সেই কাজ করলেন না। বরং একসঙ্গে দুজনেই একই ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।

একদিকে যখন বিয়ের মরশুম, তারপর আবার দুজনে একসঙ্গে ছবি পোস্ট করছেন যথারীতি প্রশ্ন উঠল, আপনাদের বিয়ে কবে? এই নিয়ে কেউই কিছু জানাননি। গতবছর টলিউডে অনেক বিয়ে হয়েছে। শোভন সোহিনী কবে করছেন? নাকি আগের সম্পর্কের মত এরও পরিণতি তাই হতে চলেছে? শোভনকে এর আগেও কথা শুনতে হয়েছে।

আরও পড়ুন - Ankita Lokhande-Viki Jain: ভিকির বিগ বস জার্নি শেষ, স্বামীর কেরিয়ার নষ্ট করলেন? উদ্দেশ্য সফল অঙ্কিতার! 

Advertisment

বন্ধুর বিয়েতে নিজের বিয়ের প্রপোজাল পেলেন সোহিনী?

তিনি অভিনেত্রী, তাঁর অসংখ্য ভক্ত সংখ্যা। সোহিনী নয়নের মণি। আর এবার, বন্ধুর বিয়েতে গিয়েও তিনি ট্রোল হলেন। কেন? অভিনেত্রী, বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করার নাম করে তাঁকে ঢেকে দিলেন? এই বিষয়টাই কারওর হজম হয়নি। তারা সোজা বললেন, একটা বিশেষ দিন। নিজে লাইমলাইটে থাকতে বন্ধুকে ঢেকে দিলেন? এটা কেমন বন্ধুত্ব। আবার কেউ বললেন, বন্ধুর সঙ্গে এমন আচরণ কেন?

আবার, তারমধ্যে অনুরাগীদের ভিড়ে এমন একজনের দেখা মিলল যিনি ফ্লার্ট করতে ব্যস্ত। কী সাহস তার! সোজা জিজ্ঞেস করলেন, আপনি  কিন্তু আমার বাড়িতে বউ হয়ে আসতে পারেন। শোভনের সামনে এমন সাহস কেউ দেখায়? এখন, নিজেদের সম্পর্কের পরিণতি তাঁরা কবে দেন, সেটাই দেখার।

tollywood Sohini Sarkar Shovan Ganguly Entertainment News