New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sv.jpg)
Sohini-Shovan: সত্যিই বাগদান সারলেন তাঁরা? ছবি-ইনস্টা
Sohini-Shovan: সত্যিই বাগদান সারলেন তাঁরা? ছবি-ইনস্টা
দুজনের সম্পর্ক যে সাত আসমানে উড়ছে এই ইঙ্গিত আগেই মিলেছিল। সোহিনী এবং শোভন মিষ্টি এক সম্পর্কে বাঁধা পড়েছেন। শেষ কিছুদিন বরফে ঢাকা শহরে একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। কিন্তু...
আলোচনায় এবার শোভনের অনামিকায় থাকা আংটি। শিল্পী সাদা বরফের মাঝে দাঁড়িয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে লতা মঙ্গেশকরের গাওয়া এক প্যায়ার কা নাগমা গানটি গাইতে শোনা গেল। শোভনের অনামিকায় সোনার আংটি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি সেখানেই বাগদান সেরে নিলেন?
টলিপাড়ায় লুকিয়ে বিয়ের ঘটনা নেই বললেই চলে। আর সেখানে কিনা বাংলার ক্রাশ সোহিনী আংটি বদল করবেন সকলের আড়ালে? এও আবার হয় নাকি? শোভন যদিও প্রথম প্রথম তাঁর নতুন সম্পর্ক নিয়ে কথা বলতে একটু অস্বস্তি বোধ করতেন। তবে, এবার আঙুলের আংটি প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন আসল সত্যি কথা। শোভন জানান, যে আংটি তাঁর আঙ্গুলে দেখা যাচ্ছে সেটা তাঁর নিজের সম্পত্তি। সোহিনীর সঙ্গে তাঁর বাগদানের ঘটনা কেবল রটনা মাত্র। ভবিষ্যতে এমন কিছু হলে অবশ্যই সকলকে জানাবেন তারা। দুজনেই নিজেদের ট্রিপের নানা ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছেন। তবে, এই ঘটনার যে কোনও যুক্তি নেই সেটাও সাফ বললেন।
উল্লেখ্য, সোহিনী বর্তমানে বনবিবি ছবির এক গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন। তাঁকে বিবি হিসেবে চিত্রায়িত করেছেন পরিচালক রাজদীপ ঘোষ।