Advertisment
Presenting Partner
Desktop GIF

Somy Ali Attacked : মানবপাচারকারীদের সঙ্গে পাঙ্গা গুরুতর আহত, কেমন আছেন সলমানের প্রাক্তন সোমি?

Somy Ali Injured : মানবপাচারকারীদের হাত থেকে শিকারকে রক্ষার সময় হাতাহাতি। বাঁ হাতে গুরুতর চোট পেলেন অভিনেত্রী সোমি আলি। এখন কেমন আছেন সলমানের প্রাক্তন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
গুরুতর আহত সলমানের প্রাক্তন সোমি

গুরুতর আহত সলমানের প্রাক্তন সোমি

Somy Ali : বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের সময় লাইমলাইটে চলে এসেছিলেন সলমানের প্রাক্তন সোমি আলি। তাঁর মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। নভেম্বরেই ভারতে এসেছেন তিনি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দেখা করেছেন বলে নিজেই জানান। আরও একবার পেজ ৩-র খবরে ভাইজানের প্রাক্তন। মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সোমি আলি। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সমাজসেবীও। মানব পাচারকারীর কবল থেকে একজনকে উদ্ধার গিয়েই ঘটে দুর্ঘটনা। এই প্রসঙ্গে কী জানিয়েছেন সোমি আলি?

Advertisment


অভিনেত্রীর কথায়, 'ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আমি পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করি। আমাকে আমার গাড়ি থেকে নামতে বারণ করা হয়। যতক্ষণ পর্যন্ত মানব পাচারকারীদের কবল থেকে শিকারকে উদ্ধার না করা হয় ততক্ষণ আমাকেই গাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়। কারণ ওদের কাছে অস্ত্র থাকে। দীর্ঘ ১৭ বছর 'নো মোর টিয়ার্স' -এর সঙ্গে যুক্ত রয়েছি। এটা আমার নবম দুর্ঘটনা'। 


সোমির সংযোজন, 'তবে এবারের ঘটনাটা খুবই অদ্ভুত। আমরা শিকার ও পাচারকারী দুজনের জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতই না যে বাড়ির দিকে আমি যাচ্ছি সেখানে পাচারকারীরা থাকে। গাড়ি বন্ধ করে নেমেছি। পাচারকারীরাও সেখানে এসে হাত মুচকে দিয়েছে। হেয়ারলাইন ক্র্যাক হয়েছে'। 


ব্যাথার জন্য খুবই কষ্ট পাচ্ছেন। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। বাঁহাতে চোট পাওয়ার দরুণ হাত নাড়াতে পারছেন না সোমি। এই মুহূর্তে হাতে প্লাস্টার রয়েছে। উল্লেখ্য, ২০১৩- সালেও একবার পাচারকারী সোমির মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়েছিল। 

আরও পড়ুন: গোলাপি সুইমিং স্যুট-সাওয়ার ক্যাপ, কে এই গোলুমোলু স্টার কিড?

salman khan Bollywood News bollywood movie bollywood actress
Advertisment