Sonakshi Sinha-Diwali: '১৬ মাসের অন্তঃসত্ত্বা তো মানব ইতিহাসে...', প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে 'দুষ্টুমি' সোনাক্ষীর

Sonakshi Sinha Pregnancy Rumour: বেশ কিছুদিন ধরেই সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বার গুঢবে সরগরম টিনসেলটাউন। গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল। এর মাঝেই কী প্রতিক্রিয়া সোনাক্ষীর?

Sonakshi Sinha Pregnancy Rumour: বেশ কিছুদিন ধরেই সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বার গুঢবে সরগরম টিনসেলটাউন। গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল। এর মাঝেই কী প্রতিক্রিয়া সোনাক্ষীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wewqeqw

প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে সোনাক্ষী...

Sonakshi Sinha-Zaheer Iqbal: কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই আলোর উৎসবের আনন্দে ভাসবে মহানগর থেকে মায়ানগর। দীপাবলি একেবারে দোরগোড়ায়, তাই বিটাউনের অন্দরে এখন তারকাখচিত জমকালো দিওয়ালি পার্টির রমরমা। প্রযোজক রমেশ তউরানির দীপাবলি পার্টিতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সেলেবরা। সেখানেই লাইমলাইট কেড়েছেন তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আরও একবার সেলেব প্যাপেদের ফ্রেমবন্দি তাঁদের খাট্টা মিঠা অফ স্ক্রিন রসায়ন। বেশ কিছুদিন ধরেই সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বার গুঢবে সরগরম টিনসেলটাউন। গুঞ্জন উসকে স্ত্রীর পেটে জাহির হাত রাখতেই প্রেগন্যান্সি চর্চা আরও জোড়াল। এর মাঝেই কী প্রতিক্রিয়া সোনাক্ষীর?

Advertisment

আরও পড়ুন মুসলিম বলেই রঙের উৎসব নেই জাহির? প্রশ্ন ওঠার আগেই স্বামীর 'রক্ষাকবচ' সোনাক্ষী

ইনস্টা হ্যান্ডেলে দাবাং গার্ল মজার ছলে লিখেছেন, 'মানব ইতিহাসে তো এটা রেকর্ড যে দীর্ঘ ১৬ মাস কেউ অন্তঃসত্ত্বা। আর এটা সম্ভব হয়েছে অতি বুদ্ধি সম্পন্ন সাংবাদিকবন্ধুদের জন্যই। পেটে হাত দিয়ে ইয়ার্কি করার জন্য এমন গুঞ্জন! সব ছবিগুলো দেখতে দেখতে শেষ পর্যন্ত পৌঁছে যান। তাহলেই আসল বিষয়টা বুঝবেন। এবার দিওয়ালিটা উপভোগ করুন।' অন্তঃসত্ত্বা গুজবের মাঝে জাহির-সোনাক্ষীর এই মজার ঘটনা এখন পেজ ৩-র হট কেক। 

Advertisment

সম্প্রতি সোনাক্ষী সিনহাকে একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে হাজির হতেই গর্ভবতী হওয়ার গুজব ছড়ায়। Vikram Phadnis-এর ৩৫তম বর্ষপূর্তি ফ্যাশন ইভেন্ট থেকেই জল্পনার সূত্রপাত। অভিনেতা স্বামী জাহির ইকবালের সঙ্গে পার্টিতে আসেন সোনাক্ষী। এরপরই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়। এরপরই রমেশ তউরানির দীপাবলি পার্টিতে মজার ছলে সেই গুজবের জবাব দেন দম্পতি।

আরও পড়ুন ভিন ধর্মে বিয়েতে চরম অশান্তি-কটাক্ষে জেরবার, প্রথম বিবাহবার্ষিকীতে গদগদ জাহির-সোনাক্ষী

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে পোজ দেওয়ার সময় জাহির সোনাক্ষীর পেটে হাত দেন। যেন ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন! সোনাক্ষী হেসে ফেলেন এবং মজা করে জাহিরকে মারেন। এই আচরণ থেকেই কিন্তু একপ্রকার স্পষ্ট গর্ভাবস্থার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। সেইদিন সোনাক্ষী পরেছিলেন সোনালি ও অফ-হোয়াইট রঙের শাড়ি আর জাহিরের পরনে ছিল নীল পোশাক। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াতেও তাঁরা প্রায়ই নিজেদের এই খুনসুটির মুহূর্ত শেয়ার করেন। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ২০২৪ সালের ২৩ জুন মুম্বইয়ে প্রিয়জনদের উপস্থিতিতে সই বিয়ে করেন। এরপর অনুষ্ঠিত হয় জমকালো রিসেপশন।

আরও পড়ুন 'দয়া করে আমাকে...একটু ঘুমাব', জন্মদিনের মধ্যরাতে প্রিয়জনের কাছে কেন এমন আর্জি সোনাক্ষীর?

Bollywood News Sonakshi Sinha