কর্কট রোগের বিরূদ্ধে সঙ্গে যুদ্ধ ঘোষনা সোনালি বেন্দ্রের
গত ৪ জুলাই জানা গিয়েছিল ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে। তিনি নিজেই সে কথা জানিয়েছিলেন। একইসঙ্গে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য তিনি বিদেশে রয়েছেন। নিজের অসুস্থতার কথা টুইট করে সোনালি সেদিন জানিয়েছিলেন, তিনি হার মানতে রাজি নন।
Advertisment
কেমোথেরাপির জন্য চুল কেটে ফেলতে হল সোনালিকে। মন খারাপ হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত তাকে জয় করেছেন তিনি। চুল কাটার পর কেমন লাগছে তাঁকে, তা সকলের সামনে তুলেও ধরেছেন ইনস্টাগ্রাম পোস্টে। তাঁর প্রিয় লেখিকা ইসাবেল আলেন্দের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করেছেন তাঁর পোস্ট, যাতে জীবনীশক্তির জয়গান গাওয়া হয়েছে। এ সময়ে সোনালির পাশেই আছেন তাঁর স্বামী গোল্ডি বহেল। পোস্টে দেখা যাচ্ছে সহাস্য দুজনকেই।
সোনালি বেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন বলিউডে তাঁর সহকর্মীরা। আর এই তারকাদের তালিকাটা নেহাত ছোট নয়- মনীশ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়া, বিপাশা বসু, শিল্পা শেট্টি ও আরও অনেকে।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন