কেমোথেরাপির জন্য চুল কাটতে হল, সোশাল মিডিয়ায় হাসিমুখে নতুন ছবি দিলেন সোনালি বেন্দ্রে

সোনালি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা মাত্রই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নতুন করে তাঁর পাশে থাকার কথা বলেছেন করণ জোহর, একতা কাপুররা। 

সোনালি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা মাত্রই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নতুন করে তাঁর পাশে থাকার কথা বলেছেন করণ জোহর, একতা কাপুররা। 

author-image
IE Bangla Web Desk
New Update
sonali-bendre

কর্কট রোগের বিরূদ্ধে সঙ্গে যুদ্ধ ঘোষনা সোনালি বেন্দ্রের

গত ৪ জুলাই জানা গিয়েছিল ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে। তিনি নিজেই সে কথা জানিয়েছিলেন। একইসঙ্গে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য তিনি বিদেশে রয়েছেন। নিজের অসুস্থতার কথা টুইট করে সোনালি সেদিন জানিয়েছিলেন, তিনি হার মানতে রাজি নন।

Advertisment

কেমোথেরাপির জন্য চুল কেটে ফেলতে হল সোনালিকে। মন খারাপ হয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত তাকে জয় করেছেন তিনি। চুল কাটার পর কেমন লাগছে তাঁকে, তা সকলের সামনে তুলেও ধরেছেন ইনস্টাগ্রাম পোস্টে। তাঁর প্রিয় লেখিকা ইসাবেল আলেন্দের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করেছেন তাঁর পোস্ট, যাতে জীবনীশক্তির জয়গান গাওয়া হয়েছে। এ সময়ে সোনালির পাশেই আছেন তাঁর স্বামী গোল্ডি বহেল। পোস্টে দেখা যাচ্ছে সহাস্য দুজনকেই।

Advertisment

sonali-bendre চিকিৎসার জন্য সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনালি বেন্দ্রে

sonali-bendre পজিটিভ থাকছেন সোনালি

sonali-bendre চুল কাটার সময়ে কিছুটা মন খারাপ!

sonali-bendre হেয়ার কাটের পর ক্যামেরার সামনে পোজ দিলেন সোনালি বেন্দ্রে।

sonali-bendre পাশে আছেন, সাথে আছেন সোনালির স্বামী।

sonali-bendre করণ জোহর, একতা কাপুরের মতো বলিউড তারকারাও তাকে শক্তি জোগাচ্ছেন।

সোনালি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা মাত্রই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নতুন করে তাঁর পাশে থাকার কথা বলেছেন করণ জোহর, একতা কাপুররা।

আরও পড়ুন, ইরফানের পর সোনালি, আবার কর্কটের আক্রমণের খবর বলিউডে

সোনালি বেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন বলিউডে তাঁর সহকর্মীরা। আর এই তারকাদের তালিকাটা নেহাত ছোট নয়- মনীশ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়া, বিপাশা বসু, শিল্পা শেট্টি ও আরও অনেকে।