/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/sonam-2-1.jpg)
সোনম কাপুরের রিসেপশনে গ্র্যান্ড পার্টিতে মাতলেন বলি সেলেবরা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস
মঙ্গলবারই চার হাত এক হয়েছে সোনম কাপুর ও আনন্দ আহুজার। দুপুরে কাপুর পরিবারের এক আত্মীয়ের বাংলোয় সোনমের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পর সন্ধেয় পাঁচতারা হোটেলে বসেছিল রিসেপশনের আসর। এ তো শুধু নায়িকার রিসেপশন নয়, এককথায় গতকালের সন্ধে যেন বি-টাউনের জন্য ছিল গ্র্যান্ড পার্টি। কে ছিলেন না, শাহরুখ খান থেকে বরুণ ধাওয়ান, রেখা থেকে আলিয়া ভাট! একেবারে যেন চাঁদের হাট।
রিসেপশনে নবদম্পতি সোনম কাপুর ও আনন্দ আহুজা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোনমের রিসেপশনে আলিয়া ভাট, সঙ্গে অয়ন মুখার্জি ও রণবীর কাপুর। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস
নায়িকার রিসেপশনে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রায় কাপুর। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
জমকালো সাজে নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোনমের রিসেপশনে মাতলেন শাহরুখ খান ও রেখা। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোনমের রিসেপশনে আরেক তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও পড়ুন, সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর, মুম্বইয়ে জমকালো বিয়ের অনুষ্ঠান
When Legends come together!! ❤????@RanveerOfficial#ShahRukhKhan@AnilKapoor#SonamKiShaadipic.twitter.com/qbew8lXIsY
— Ranveerscloset (@Ranveerscloset) May 8, 2018
This ❤❤❤ @BeingSalmanKhan@iamsrk#SonamAnandReceptionpic.twitter.com/pNqva2or5P
— R D (@ItsRaviD) May 9, 2018
আরও পড়ুন, সোনম কাপুরের মেহেন্দিতে চাঁদের হাট, দেখুন দিনভোর আনাগোনা চলল কাদের!
সোনমের রিসেপশনে হাজির রানি মুখার্জি। ছবি- বারিন্দর চাওলা, ইন্ডিয়ান এক্সপ্রেস।
VIDEO: Karan Johar’s dance at #SonamAnandReception
This is so cool! pic.twitter.com/Kvy0zP8vuv
— Sonam Kapoor Ahuja Russia (@SonamKapoorFCRu) May 8, 2018