দীর্ঘ অনেক সময় শুটিং থেকে দূরে। সন্তানের জন্ম তাঁর আগের মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রস্তুতি সব মিলিয়ে পার হয়েছে অনেকটা দিন। এবার শুটিং ফ্লোরে ফেরার পালা। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোনম আবারও তৈরি সিনে দুনিয়ার জন্য।
Advertisment
পুত্র বায়ু কয়েক মাসের। তাকে সঙ্গে নিয়েই সাজগোজ থেকে করবা চৌথ, উৎসবের আনন্দে মেতেছেন। কিন্তু অভিনেত্রী হওয়ার আগেও এখন এক ফুটফুটে সন্তানের মাও সে। তাই ছেলের দিকে সবসময় খেয়াল তাঁর। নিজের সাজগোজের সঙ্গেই ছেলেকে স্তন্যপান করাতে ভুল হল না তাঁর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও নজরে আসতেই নতুন মাকে সাধুবাদ জানাচ্ছেন নেটপাড়ার দর্শকরা।
বেশিরভাগ বলছেন, আপনি অভিনেত্রী হওয়ার পরেও সন্তানের খেয়াল রাখছেন, সত্যিই অসাধারণ। আবার কেউ বললেন, সত্যিই! মা হওয়ার দায়িত্ব অনেক। আগস্ট মাসের ২০ তারিখ সন্তানের মা হয়েছেন সোনম। তারপর থেকে বেশ কিছুদিন অবসরে দিন কাটিয়েছেন। তবে, আর যেন একেবারেই ভাল লাগছে না। তাই তো আবারও ফেরা একই জায়গায়।
করবা চৌথ উপলক্ষেই সাজগোজ। জানিয়েছিলেন, আনন্দ পছন্দ করেন না যে সোনম উপস করে থাকুক। সেই কারণেই অন্যান্যের মত সারাদিন রাত না খেয়ে উদযাপনও করেন না এই ব্রত।