/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/sonam-1.jpg)
সোনমের বাড়িতে খুনসুটিতে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর। ফোনে ব্যস্ত জ্যাকলিন।
এ যেন একেবারে চাঁদের হাট বসেছে কাপুর ম্যানসনে। হাতে আর মাত্র ৩ দিন, তারপরই শুভলগ্নে গাঁটছড়া বাঁধবেন সোনম কাপুর। ৮ মে আনন্দ আহুজার সঙ্গে অনিল তনয়ার বিয়ে ঘিরে এই মুহূর্তে সরগরম বি-টাউন। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, এলাহি আয়োজন হবে না, তাও কী হয়! সেজন্যই তো, অনিল কাপুরের জুহুর বাড়িতে জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। শুধু তাই নয়, বিয়ের দিন নায়িকার সহকর্মীদের ধামাকা ডান্স পারফরম্যান্স দেখারও সুযোগ থাকছে। শুক্রবার সন্ধ্যায় তারই মহড়া দিতে কাপুর বাড়িতে হানা দিলেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, অর্জুন কাপুররা। এই হেভিওয়েট বিয়ে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজে কাপুর ফ্যামিলি।
সোনমের বিয়ে উপলক্ষে রোজই কিছু না কিছু ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যাচ্ছে। এই তো যেমন, ডান্সের রিহার্সালের ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন করণ জোহর, বরুণ ধাওয়ানরা। জুহুর বাড়িতে ইতিমধ্যেই আনাগোনা শুরু হয়ে গিয়েছে সেলেবদের, যা ফ্রেমবন্দিও হয়েছে।
A post shared by Sonam Weds Anand (@sonamkishaadi) on
A post shared by Sonam Weds Anand (@sonamkishaadi) on
A post shared by Sonam Weds Anand (@sonamkishaadi) on
@anilskapoor's house for #sonamkishaadi Follow↔️@bolywoodlove #sonakshisinha #sohaalikhan
A post shared by bollywood love (@bolywoodlove) on
আরও পড়ুন, অবশেষে বিয়ে করছেন সোনম কাপুর, ভাইরাল ওয়েডিং কার্ড
শুক্রবার বিকেলে ক্যামেরাবন্দি হলেন সোনম কাপুর ও আনন্দ আহুজা।
সোনমের বাড়িতে করণ জোহর ও অর্জুন কাপুর।
শুক্রবার সন্ধের পর সোনমের বাড়িতে এলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।আরও দেখুন, লেন্সবন্দি: সারা আলি খান, জাহ্নবী কাপুর, করিনা কাপুর ও বলিউডের অনান্য তারকারা
অনিল কাপুরের বাড়ির সামনে সঞ্জয় কাপুরের ছেলে জাহান।
সোনমের কাজিন মোহিত মারওয়া।
‘‘দ্য চাচা ইজ রেডি...’’ এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে একথাই লিখেছেন সঞ্জয় কাপুর।আরও দেখুন, ১০২ নট আউট ছবির স্ক্রিনিংয়ে তারকাদের মেলা
সোনম কাপুরের বাড়িতে শনায়া কাপুর।
সোনমের বাড়িতে সতীশ কৌশিক ও অনুপম খের।
সোনমের বাড়িতে অর্জুন কাপুরের ছোট বোন অংশুলা কাপুর।বিয়ের ক’দিন বাদেই কান পাড়ি দেবেন সোনম। এদিকে আগামী ১ জুন মুক্তি পাচ্ছে নায়িকার ছবি ভিরে দ্য ওয়েডিং।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us