Sonamoni Saha: মাথায় ব্যান্ডেজ-মুখে অক্সিজেন মাস্ক! ICU-তে সোনামণি সাহা, কী হয়েছে টেলি অভিনেত্রীর?

Sonamoni Saha Hospital: হাসপাতালে ভর্তি সোনামণি সাহা। আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নতুন জীবন পেয়েছেন। কী হয়েছে ছোট পর্দার সুধাময়ীর?

author-image
Kasturi Kundu
New Update
ICU-তে সোনামণি সাহা

ICU-তে সোনামণি সাহা

Sonamoni Saha Hospital Video: হাসপাতালের বিছানায় শয্যাশায়ী, মাথায় ব্যান্ডেজ আর মুখে অক্সিজেন মাস্ক। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহার এ কী হাল! কী হয়েছে অভিনেত্রীর? কয়েকদিন আগে প্রাণসংশয় হয়েছিল। অনেক সাধ্যসাধনার পর নতুন জীবন ফিরে পেয়েছেন। সেটা অবশ্য তার মনের মানুষের জন্যই।

Advertisment

হাসপাতালে যখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে সুধা, তখন বাইরে অস্থির হয়ে ওঠে তর ননদ, বোন, দেওর। কী ভাবছেন, সোনামণি সাহার আবার ননদ-দেওর কোথা থেকে এল! কিন্তু, এটাই যে সত্যি। কারণ এই পুরো ঘটনাটাই তো রিলের কাহিনি। সৌজন্যে শুভবিবাহ ধারাবাহিকে সুধার গল্প। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই ভিডিওটি পোস্ট করেছেন। এই মুহূর্তে শুভবিবাহ-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সোনামণি সাহা। 

Advertisment

তাই সোনামণির এই অবস্থা দেখে ভক্তদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, কাচের জানলার ওপারে সহ অভিনেতারা তাঁকে দেখে কখনও ভেংচি কাটছেন, কখনও আবার মজা লকরছেন। আইসিইউ-তে ভর্তি রোগীকে দেখতে এসে এমন সব অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছেন শুভ বিবাহ-এর কলাকুশলীরা। গীতশ্রী, কুশল চক্রবর্তীর সঙ্গে খুনসুটিতে মজে খোদ সোনামণি সাহাও। মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থাতেই মজার মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন পর্দার সুধাময়ী। 

ভিডিও পোস্ট করে সোনামণি লিখেছেন, 'হাসপাতালে কেও ভর্তি থাকলে তাকে দেখতে এসে মানুষ এরকম করতে পারে?' সত্যিই তো সুধার কাছের মানুষজন যারা তার এই অবস্থায় দুচোখের পাতা এক করতে পারছে না তারাই এভাবে ব্যঙ্গ করছে! অভিনেত্রীর পোস্ট করা ভিডিও থেকে এটা স্পষ্ট, শুটিংয়ের ফাঁকে অবসারে নির্ভেজাল আনন্দে মেতে উঠেছেন। শুভবিবাহ-র নিয়মিত দর্শকও সোনামণির এই ভিডিও দেখে মজা পাবেন সে কথা বলাইবাহুল্য। 

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali serial TRP Sonamoni Saha