Singer Left Family: 'আমি আর ওদের দিদি না..', সুপারস্টার ভাইবোনের সঙ্গে সম্পর্কে ইতি! বড় পোস্টে সকলকে কাঁদালেন গায়িকা

Sonu Kakkar spoke on Siblings: নেহা এবং টোনি কক্কর - এই দুই ভাই বোন অনেক গান উপহার দিয়েছেন। তাঁদের মিউজিক নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমন দেখা যায় মাঝেমধ্যে তাঁরা দেদার ট্রোল হন। কিন্তু, সেই জায়গায় সোনু কক্কর খুব কম গান গেয়েছেন বলিউডে।

Sonu Kakkar spoke on Siblings: নেহা এবং টোনি কক্কর - এই দুই ভাই বোন অনেক গান উপহার দিয়েছেন। তাঁদের মিউজিক নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমন দেখা যায় মাঝেমধ্যে তাঁরা দেদার ট্রোল হন। কিন্তু, সেই জায়গায় সোনু কক্কর খুব কম গান গেয়েছেন বলিউডে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonu Kakkar neha kakkar tony kakkar relationship ended bollywood news

Sonu Kakkar: ভাইবোনকে ছাড়লেন গায়িকা? Photograph: (Instagram)

Sonu Kakkar Spilts with Family: পারিবারিক ভাঙনের গল্প বারবার উঠে আসছে। এর আগেও আমাল মালিক, তাঁর পরিবারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। তাঁর বাবা মায়ের সঙ্গে গণ্ডগোলের কারণেই যে ভাই আরমান মালিকের সঙ্গে দূরত্ব বেড়েছে, এমন কথাই জানা যাচ্ছিল। এবার, শোনা যাচ্ছে আরও এক শিল্পী, যিনি তাঁর ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। প্রসঙ্গে, গায়িকা সোনু কক্কর।

Advertisment

নেহা এবং টোনি কক্কর - এই দুই ভাই বোন অনেক গান উপহার দিয়েছেন। তাঁদের কম্বো মিক্সচার মিউজিক নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমন দেখা যায় মাঝেমধ্যে তাঁরা দেদার ট্রোল হন। কিন্তু, সেই জায়গায় সোনু কক্কর খুব কম গান গেয়েছেন বলিউডে। তাঁদের শুরু হয়েছিল ঈশ্বরের গান গেয়ে। নবরাত্রি উপলক্ষে নানা জায়গায় শো করতেন তাঁরা। কিন্তু, সোনু কক্কর কেন যে হঠাৎ তাঁর ভাই বোনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সেই নিয়েই প্রশ্ন উঠছে। সোনু তাঁর সমাজ মাধ্যমেই জানিয়েছেন সেকথা!

সোনু নিজের সমাজ মাধ্যমে এক দুঃখের বার্তা লিখছেন। তিনি যে আন্তরিকভাবে ভীষণ যন্ত্রণার মধ্যে আছেন, সেকথাই জানিয়েছেন তিনি। এত ব্যাথা আর সহ্য হচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নিলেন তিনি? গায়িকা লিখছেন, আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভাঙ্গা মন নিয়ে জানাচ্ছি, যে আমি আর টোনি এবং নেহার দিদি নয়। তাঁরা দুজনেই ট্যালেন্টেড সুপারস্টার। এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি, মনের এক যন্ত্রণার জন্য। এই দুঃখ আমি আর নিতে পারছিলাম না। মানসিকভাবে আমি বিধ্বস্ত। এবং আজ সত্যিই আমার মন ভাল নেই।"

আরও পড়ুন  -  Anamika Saha-Sharmila Tagore: পুরাতন দেখে অনামিকা ফাঁস করলেন শর্মিল…

Advertisment

এদিকে, দেখা যাচ্ছে সোনু তাঁর ভাই টনির জন্মদিনেও পর্যন্ত যান নি। সোনু এবং তাঁর স্বামী দুজনেই সেখানে ছিলেন না। টোনি তাঁর জন্মদিনে যে পার্টি থ্রো করেছিলেন, সেখানে নেহা এবং তাঁর স্বামী রোহন থেকে শুরু করে তাঁর বাবা মা অনেকেই ছিলেন। কিন্তু, সোনু এবং তাঁর স্বামী ছিলেন না। ফলেই ঘটনা আরও রহস্যের দিকে মোড় নিচ্ছে। উল্লেখ্য, এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেন নি নেহা এবং টোনি। কিন্তু, কিছুদিন আগে যখন নেহাকে নিয়ে অস্ট্রেলিয়ার মঞ্চে নানা গন্ডগোল হয়, বোনের পাশে দাঁড়িয়েছিলেন টোনি। তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে নানা পোস্ট পর্যন্ত করেছিলেন। এখন কেন চুপ আছেন? সেই নিয়েও উঠছে প্রশ্ন।

যদিও বা ভাইয়ের তৈরি করা অনেক গানই তাঁকে গাইতে দেখা গিয়েছে। শেষ কিছু সময়ে তাঁদের কোলাবরেশনের মাত্রা খুবই কমে যায়, তাও.. এমন বার্তার পেছনে কারণ কী সেটাই প্রশ্ন থেকে যাচ্ছে।

Neha Kakkar bollywood Bollywood Song Bollywood News