Anamika Saha: বাংলা হোক বা হিন্দি, সিনেজগতের ঐতিহ্যবাদী নাম শর্মিলা ঠাকুর। ১১ এপ্রিল মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত 'পুরাতন'। এই ছবিতে আরও একবার ফিরল কাশ্মীর কি কলি-র নস্ট্যালজিয়া। নতুন-পুরনোর ভিড়ে জমজমাট ছিল পুরাতনের প্রিমিয়ার। মুক্তির পর হলমুখী হয়েছে নবীন থেকে প্রবীণ। মায়ের চরিত্রে শর্মিলার অভিনয় দেখে আরাধনার সেই শর্মিলা ম্যাজিকে জিয়া নস্ট্যাল সিনেপ্রমীরা। মাত্র ২৬ বছর বয়সে শর্মিলা ঠাকুরের মায়ের চরিত্রের অভিনয় দক্ষতা সঙ্গে পুরাতনে আরও একবার মায়ের ভূমিকা দোলা দিয়েছে দর্শকমনে। তাঁর এই ছবি দেখতে এসেছিলেন বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। শর্মিলার ব্যবহার কী ভাবে তাঁকে মুগ্ধ করেছিলেন সেই স্মৃতিচারণা করলেন পর্দার বিন্দু মাসি।
প্রিমিয়ারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, এত সুন্দর ব্যবহার যে তিনি মুগ্ধ হয়ে যেতেন। একসঙ্গে খেতে ডাকতেন। তখন অনামিকার একটাই কথা খুব হয়ে ভাবতেন, যাঁর এত স্টারডম যে শর্মিলা মানে আরাধানা, অমানুষ তিনি এমন মাটির মানুষ। শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সেটা যেন তাঁর কাছে ছিল স্বপ্নের মতো যা বাস্তবায়িত হওয়ার পরও যেন বিশ্বাস হত না। অনামিকা সাহা একটা সময় বাংলা সিনেমার খলনায়িকা হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু, বিয়ের পর কেরিয়ার একপ্রকার ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই সময় অনামিকার জীবনে আশার আলো দেখিয়েছিলেনসুপারস্টার চিরঞ্জিৎ চক্রবর্তী।
আরও পড়ুন: টাইগারকে বিয়ে করা শর্মিলা ঠাকুরের জন্য 'প্রফেশনাল সুইসাইড'? ফাঁস করলেন সোহা
তিনিই পরামর্শ দিয়েছিলেন মা-মাসির চরিত্রে অভিনয় করার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। অভিনয় জগত থেকে একপ্রকার দূরে থাকলেও স্টুডিওপাড়ার খবর একেবারে নখদর্পনে। মদ্যপ অবস্থায় মেগার পরিচালক ভিক্টোর পার্টি করাকে ধিক্কার জানিয়েছেন অনামিকা। তাঁদের সময়ে কী ভাবে সাকসেস সেলিব্রেট হত সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের এত উশৃঙ্খল জীবন যাত্রার কথা একেবারেই বুঝতে পারেন না। এসব ভাবনাতিত ছিল তাঁদের কাছে। তাঁরা ফ্লোরে ঢুকতেন, ফ্লোরকে প্রণাম করতেন, ক্যামেরা পুজো হত, বয়সে বড় পরিচালক হলে তাঁকেও প্রণাম করতেন, তারপর কাজ শুরু হত।
আরও পড়ুন: ১৪ বছরে সত্যজিত রায়ের ছবিতে আত্মপ্রকাশ, প্রথম পারিশ্রমিক কত ছিল? কী কিনেছিলেন শর্মিলা?