/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/sonu.jpg)
সোনু নিগম, অজয় দেবগণ
ভাষা-বিতর্ক নিয়েই এমনিতেই দেশে শোরগোলের অন্ত নেই। অজয় দেবগণ ও কিচ্চা সুদীপের টুইট-যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই সরগরম বিনোদুনিয়া। রাজনৈতিক মোড় নিয়েছে বললেও অত্যুক্তি হয় না! দিন দুয়েক আগে ভাষা বিতর্কের আগুনে ঘি ঢেলে কঙ্গনা রানাউত বলেছিলেন, "সংস্কৃতই দেশের রাষ্ট্রভাষা হওয়া উচিত।" এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন সোনু নিগম।
সোনুর মন্তব্য, "আমাদের দেশে বহু সমস্যা রয়েছে সমাধান করার মতো। এটা আলোচনা করার মতো কোনও বিষয়-ই না। অন্য বাকি দেশগুলোর সঙ্গে শত্রুতা কি কম, যে নিজেদের দেশে এবার শত্রুতা বাড়াতে বসেছ?" সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন গায়ক। সেখানেই এই চর্চিত ভার্ষা-বিতর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি।
এখানেই অবশ্য থামেননি সোনু নিগম। তাঁর কথায়, "ভারতীয় সংবিধানে লেখা রয়েছে যে হিন্দি আমাদের জাতীয় ভাষা। এবার হিন্দি হয়তো সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ভাষা কখনোই নয়। বরং, তামিল সবথেকে পুরনো ভাষা। যদিও সেটা সংস্কৃত না তামিল, এর মধ্যে একটা ধন্দ রয়েছে। কিন্তু অনেকেই বলেন, তামিল বিশ্বের সবথেকে প্রাচীন ভাষা।"
"কে, কোন ভাষায় কথা বলবে, সেটা বলে দেওয়া উচিত নয়। পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষায় কথা বলুক। তামিলরা নিজেদের ভাষায় কথা বলতে পারেন। কেউ চাইলে ইংরেজি ভাষাতেও কথা বলতে পারেন। আমাদের সমস্ত আইনি বিচার তো ইংরেজিতেই হয়। এটা কেমন কথা যে- আমাকে হিন্দি ভাষাতেই কথা বলতে হবে? দয়া করে দেশটাকে আর টুকরো টুকরো করার চেষ্টা করবেন না। এমনিতেই কত সমস্যা…", মন্তব্য গায়কের।
<আরও পড়ুন: হাসপাতালে শয্যাশায়ী মিঠুন, ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে! মুখ খুললেন ছেলে মিমো>
Perfect response to Ajay Devgn by Sonu Nigam: Let's not divide people further in this country, where is it written that Hindi is our national language? 👏 pic.twitter.com/hC9nHbXJHy
— Sushant Mehta (@SushantNMehta) May 2, 2022
প্রসঙ্গত, হিন্দিকে রাষ্ট্রভাষা করতে আগেই সোচ্চার হয়েছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘এক দেশ-এক ভাষা’র পক্ষে সওয়াল করেছিলেন। যা নিয়ে দক্ষিণী রাজ্যগুলোতে সমালোচনা-প্রতিবাদের ঝড় উঠেছিল। সম্প্রতি সেই বিতর্কের পালে নতুন করে হাওয়া দিয়েছে অজয় দেবগণের টুইট। দক্ষিণী-স্টার ‘KGF 2’ খ্যাত কিচ্চা সুদীপ সম্প্রতি এক সাক্ষাৎকারে প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে কথা বলছিলেন। সেখানেই বলে বসেন- “হিন্দি আর এখন আমাদের জাতীয় ভাষা নয়…।” নজর এড়ায়নি অজয় দেবগণের। পাল্টা টুইটে দক্ষিণী অভিনেতাকে একহাত নেন তিনি। বলেন, “কিচ্চা সুদীপ ভাই, আপনার কথা অনুযায়ী হিন্দি আমাদের রাষ্ট্রভাষা যদি না হয়, তাহলে আপনারা নিজেদের মাতৃভাষার ছবিগুলোকে কেন হিন্দিতে ডাবিং করে রিলিজ করেন? হিন্দি আমাদের মাতৃভাষা আর রাষ্ট্রভাষা ছিল, আছে, থাকবে।”
আসলে অতিমারী উত্তর পর্বে বলিউড ছবির তুলনায় RRR, ‘পুষ্পা দ্য রাইস’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর মতো দক্ষিণী সিনেমাগুলো বক্স অফিস কাঁপানো ব্যবসা করেছে। এপ্রসঙ্গে উল্লেখ্য, এই প্রতিটা দক্ষিণী সিনেমার হিন্দি ভার্সনের আয়ও নজরকাড়া। যা কিনা রাতারাতি বলিউডি পরিচালক-প্রযোজকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেই অজয়-কিচ্চা সুদীপের ভাষা টুইট বেজায় প্রাসঙ্গিক। বলিউড ও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির চরম প্রতিযোগিতা একেবারে প্রকাশ্যে। সেই প্রেক্ষিতেই এবার মুখ খুললেন সোনু নিগম।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন