এর আগেও বলিউডকে এগিয়ে আসতে দেখা গিয়েছে এই করোনা যুদ্ধে। পুলিশের জন্য হোটেলে খাওয়ার ব্যবস্থা হোক কিংবা মহিলা কর্মচারীদের জন্য ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা পাশে থেকেছেন অভিনেতারা। এবার মুম্বই থেকে কর্ণাটকে নিজেদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন পরিযায়ী শ্রমিকদের। তিনি অভিনেতা সনু সুদ। প্রায় দশটি বাসের ব্যবস্থা করলেন অভিনেতা সনু সুদ।
সোমবার মহারাষ্ট্রের থানে থেকে কর্ণাটকের গুলবাগরার উদ্দেশ্যে ছাড়বে বাস। দাবাং অভিনেতা একটি বিবৃতিতে বলেন, করোনার এই কঠিন সময়ে প্রত্যেকে তাদের পরিবারের সঙ্গে থাকতে চায়, সেটা তাদের প্রাপ্যও বটে।
আরও পড়়ুন, তেমন হলে রোডিজ-এর জার্নি হবে অনলাইনেই: রণবিজয় সিংহ
''দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান সময়ে যখন আমরা সকলেই এই বিশ্বব্যাপী স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি, তখন প্রত্যেকের তাদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে থাকার অধিকার আছে। মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই পরিযায়ীদের জন্য প্রায় দশটি বাসের ব্যবস্থা করেছি। তাঁরা যাতে নিজেদের বাড়িতে পৌঁছাতে সে কারণেই এই সাহায্যের চেষ্টা।''
মহারাষ্ট্র সরকারের আধিকারিকরা নথিপত্র বের করার বিষয়ে অনেক সাহায্য করেছেন। আমি কর্ণাটকের সরকারকে আলাদাভাবে ধন্যবাদ জানাব ওনারা এই পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরিয়ে নিতে আগ্রহী হয়েছে। আমি সত্যিই এটা দেখার জন্য মুখিয়ে ছিলাম। পরিযায়ীদের ভিড়ে বয়স্ক এবং শিশুরাও আছে। আমি এই উদ্যোগ চালিয়ে যেতে চাই৷ "
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন