scorecardresearch

বড় খবর

কুণ্ডলী পাকিয়ে শিশুর ৪ হাত-পা! উদ্ধারে সোনু সুদ, দেখুন

আবারও মানবদরদী সোনু সুদের কীর্তিতে উচ্ছ্বাস ভক্তদের।

কুণ্ডলী পাকিয়ে শিশুর ৪ হাত-পা! উদ্ধারে সোনু সুদ, দেখুন
বিহারের চার হাত-পাওয়ালা শিশুকে নতুন জীবন দিলেন সোনু সুদ

কুণ্ডলী পাকিয়ে ছোট্ট শিশুর চার হাত-পা। দুটি হাত দুটি পা। এমন অস্বাভাবিক শারীরিক গড়ন নিয়েই জন্ম হয়েছিল বিহারের চৌমুখী কুমারীর। ২ বছর বয়স। বয়স বাড়তেই এই একরত্তি পড়তে পারত বিভিন্ন রকম শারীরিক সমস্যায়। এদিকে দুঃস্থ পরিবারের আর্থিক সামর্থও ছিল না, চৌমুখীর চিকিৎসা করানোর মতো। খবর পেয়েই এমন পরিস্থিতি থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন সোনু সুদ।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চার হাত-পাওয়ালা খুদে চৌমুখী কুমারীর এমন শারীরিক পরিস্থিতির কথা জানতে পারেন সোনু সুদ। শুনেই সাহায্যের প্রতিশ্রুতি দেন বিহারের ওই দুঃস্থ পরিবারকে। সেকথা রাখলেন অভিনেতা। দীর্ঘ ৭ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে শেষমেশ অতিরিক্ত হাত-পা বাদ দেন চিকিৎসকরা। এখন বছর দুয়েকের চৌমুখী কুমারী পুরোপুরি সুস্থ।

প্রসঙ্গত, চৌমুখীর অপারেশনের যাবতীয় ব্যবস্থা সুরাটেই করে রেখেছিলেন সোনু সুদ। সেখানকার হাসপাতালে চিকিৎসক ও সোনু সুদের জন্যই নতুন জীবন পেল খুদে কন্যা। নিজের ইনস্টাগ্রামে সেই শিশুর সঙ্গে ছবিও শেয়ার করেছেন অভিনেতা। গিয়ে রীতিমতো চৌমুখীর বাড়িতে দেখাও করে আসেন মানবদরদী সোনু।

[আরও পড়ুন: KK বিতর্কের জেরে ছবি থেকে বাদ গান! রূপঙ্করের ‘মসিহা’ হয়ে এগিয়ে এলেন প্রযোজক রানা সরকার]

উল্লেখ্য, কুড়ি সালের অতিমারী আবহ থেকেই দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। কখনও মাইলের পর মাইল হেঁটে চলা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। আবার কখনও বা পোয়াতি মহিলাকে সযত্নে নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছেন হাসপাতালে। দেশজুড়ে যখন অক্সিজেন সংকট, তখন বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার-তথা প্রয়োজনীয় ওষুধপত্রও পাঠিয়েছেন সোনু। দুঃস্থদের মুখে দু’বেলা অন্নও তুলে দিয়েছেন। আবার করোনার কোপে অনাথ হয়ে যাওয়া শিশুদের লালন-পালনেরও দায়িত্ব নিয়েছেন। অতিমারী সঙ্কটে সোনু সুদ যেভাবে গোটা দেশের আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা একবাক্যে বলা অসম্ভব। তবে অভিনেতার সেই অবদান ভোলেননি মানুষ। এবার বিহারের চৌমুখীকে নতুন জীবন দান করলেন ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sonu sood extends help to bihar girl child with four arms and legs