অবৈধ নির্মাণের অভিযোগে বিএমসির নোটিসের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ গরিবদের 'মসিহা' অভিনেতা সোনু সুদ। বৃহন্মুম্বই পুরনিগমের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তাঁর আইনজীবী ডি পি সিং জানিয়েছেন, জুহুতে তাঁর মক্কেলের শক্তি সাগর বহুতল বিল্ডিং মোটেও বেআইনি নয়। সোমবার বিচারপতি পৃথ্বীরাজ চহ্বনের এজলাসে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বৃহন্মুম্বই পুরসভার কাছ থেকে যথাযথ অনুমতি না নিয়েই তাঁর বাসভবনকে হোটেলে পরিণত করেছেন। বিএমসির তরফে সোনু সুদকে একাধিকবার আইনি নোটিস পাঠানো হলেও অভিনেতা এর প্রেক্ষিতে কোনওরকম উত্তর দেননি। আর তাই একপ্রকার বাধ্য হয়েই কয়েকদিন আগে বৃহন্মুম্বই পুরনিগমের তরফে সোনু সুদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এমনটাই জানানো হয়েছে বিএমসির তরফে।
আরও পড়ুন মানহানির অভিযোগ! কঙ্গনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কৃষক আন্দোলনের ‘দাদি’ মাহিন্দর
শুধু সোনু সুদই নন, বাসভবনকে অবৈধভাবে হোটেলে পরিণত করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সোনালি সুদের বিরুদ্ধেও। সোনু জুহুর শক্তি সাগর এলাকার ৬ তলার একটি বিল্ডিংয়ে থাকেন। যেটা কিনা বাসভবন। আর সেই বাংলোতেই হোটেলের ব্যবসা ফেঁদে বসেছেন তাঁরা, এমনটাই অভিযোগ বিএমসির। শুধু তাই নয়, ওই বাংলোতে বেআইনিভাবে অন্য কনস্ট্রাকশন গড়ে তোলার অভিযোগও রয়েছে অভিনেতার বিরুদ্ধে।
দু’বার বৃহন্মুম্বই পুরসভার তরফে পরিদর্শন করা হলেও কোনওরকম উচ্চবাচ্য করেননি সোনু। আর তাই এবার বিএমসির পক্ষ থেকে জুহু পুলিশকে লিখিত দেওয়া হয়েছে অভিনেতার বিরুদ্ধে, যেন তারা এফআইআর দায়ের করেন। বিএমসির কে ওয়েস্ট ওয়ার্ডের বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়র মন্দার ওয়াকানকাত নিজে সোনু সুদের বিরুদ্ধে পাঠানো ওই অভিযোগনামায় স্বাক্ষর করেছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন