অবৈধ নির্মাণ মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সোনু সুদ

সেই নির্মাণ ভাঙা পড়ে তাহলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন সোনু সুদ এবং তাঁর পরিবার।

সেই নির্মাণ ভাঙা পড়ে তাহলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন সোনু সুদ এবং তাঁর পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update

তাঁর আবাসনে অবৈধ নির্মাণ। এই অভিযোগে সোনু সুদের আবাসনের নির্মাণ ভাঙতে উদ্যোগী বৃহন্মুম্বই পুরনিগম। সেই উদ্যোগের বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেও স্থগিতাদেশ মেলেনি। এবার তাই শীর্ষ আদালতের দ্বারস্থ এই অভিনেতা। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে সোনু সুদ বলেছেন, পুর কমিশনারের অনুমতিক্রমে আবাসনে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে।

Advertisment

তাঁর আরও আবেদন, 'মহারাষ্ট্র নগর উন্নয়ন পরিকল্পনা আইনকে উপেক্ষা করেই বম্বে হাইকোর্ট তাঁর নির্দেশ দিয়েছে ১৩ জানুয়ারি ২০২১-এ। আবাসনের একটি অংশকে হোটেল বানাতে নকশা ২০১৮ সালে পুরনিগমে জমা দেওয়া হয়েছিল। সেই নকশা মঞ্জুর করেছিলেন পুর কমিশনার।'

আরও পড়ুন হাতে বাজারের থলে, বাড়ির জন্য সবজি কিনছেন দীপিকা পাড়ুকোন! ভাইরাল ভিডিও

সোনু সুদ এবং তাঁর স্ত্রীয়ের দায়ের করা হলফনামায় আবেদন, 'বিতর্ক তৈরি হতেই নির্মাণ বন্ধ রাখা হয়েছে। মহারাষ্ট্র নগর উন্নয়ন ধারার ৪৩ ধারা মেনে ফের অনুমতি নিতে হবে। তার আগে নির্মাণ না ভাঙতে পুরসভাকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।'

Advertisment

যদিও সেই নির্মাণ ভাঙা পড়ে তাহলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন সোনু সুদ এবং তাঁর পরিবার। পাশাপাশি আইনের প্রতি বিরূপ মনোভাব তৈরি হবে। এমনটাই আবেদনে জানান সোনু সুদ।

supreme court Sonu Sood