Advertisment

তালিবান সন্ত্রাসে আফগানিস্তানে ঘরছাড়া ভারতীয়রা, 'কাঁদছে' সোনু সুদের মন

আফগানিস্তানের জ্বলন্ত পরিস্থিতি নিয়ে কী বলছেন 'ঈশ্বরের দূত'?

author-image
IE Bangla Web Desk
New Update
Sonu Sood, Sonu Sood on Afghanistan, Afghanistan, Afghanistan-Taliban, bollywood, সোনু সুদ, আফগানিস্তান

আফগানিস্তানে ঘরছাড়া ভারতীয়দের জন্য 'কাঁদছে' সোনু সুদের মন

Sonu Sood on Afghanistan: "গোটা বিশ্বের উচিত এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানো", মন্তব্য সোনু সুদের। বর্তমানে তালিবানের কবজায় কাবুল। ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ এশিয়ার সেই দেশে। কচি-বুড়ো, মহিলা-পুরুষ কিচ্ছু বাদ নেই নির্বিচারে চলছে শোষণ। বন্দুকের নলের কাছে স্তব্ধ সভ্যতা। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে আফগানিস্তানের উপর তালিবান নেতাদের ভয়ঙ্কর কীর্তিকলাপের ছবি-ভিডিও। আর সেসব দেখেই 'ঈশ্বরের দূত' সোনু সুদের মন কাঁদছে। গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি আর্জি জানিয়েছেন, ঘরছাড়া আফগান পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য।

Advertisment

অভিনেতার মন্তব্য, "যেসমস্ত আফগান পরিবার গৃহহীন অবস্থায় বিনিদ্র রজনী কাটাচ্ছে, তাঁদের আশ্রয় দিন। চাকরি দিয়ে পাশে দাঁড়ান।" পাশাপাশি আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের জন্যও উদ্বিগ্ন সোনু। তালিবানি সন্ত্রাসে কাঁপছে গোটা দেশ। আর এমন জ্বলন্ত পরিস্থিতিতেই অনেকে প্রাণে বাঁচতে গা ঢাকা দিয়েছেন। তাঁদের কপালে দু'-বেলা দু'-মুঠো খাবার জোটা তো দূরঅস্ত! প্রাণ হাতে করে ছুটছেন তাঁরা। সেই প্রেক্ষিতে সোনুর মন্তব্য, "যেসব ভারতীয় নাগরিকরা সারাজীবন আফগানিস্তানে কাটিয়েছেন, তাঁরাও এখন গৃহহীন। এই সময়ে ওদের আমাদের প্রয়োজন। এখন নয়তো আর কখন পাশে দাঁড়াব! জয় হিন্দ।"

<আরও পড়ুন: ছোটবেলায় সবাই ভেবে নেয় মৃত! দেবকে দাহ করতে নিয়ে যাওয়া হয় শ্মশানে>

অতিমারী আবহে গত লকডাউনের সময় থেকেই সোনু সুদ যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। কাউকে ভিন রাজ্যে নিজের বাড়িতে পৌঁছে দিয়েছেন, আবার কখনও বা কোনও গর্ভবতী মহিলার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, এমনকী খুচরো ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে সাহায্য করেছেন, সেই অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তাই তো অভিনেতার নামে মন্দির প্রতিষ্ঠা করে নিত্যপুজো করেন তাঁর ভক্তরা। কেউ বা আবার গ্রামের রাস্তার নামকরণই করে ফেলেছেন সোনু সুদের নামে। এবার আফগানিস্তানের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আর্জি রাখলেন অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sonu Sood bollywood Afghanistan Afghanisthan Update
Advertisment