Sonu Sood Reaction:সোনু সুদের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, সংবাদসংস্থা ANI-সূত্রে খবর, সোনু সুদের বিরুদ্ধে মামলা করেছেন লুধিয়ানার এক আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানাও।
কোভিডের সময় যিনি সাধারণ মানুষের নিরন্তর সেবা করেছেন, করোনা থেকে বাঁচাতে দুঃস্থ মানুষের চিকিৎসার খরচের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, দুর্গতদের পাশে দাঁড়িয়ে 'মসিহা' খেতাব ছিনিয়ে নিয়েছিলেন তাঁর বিরুদ্ধেই এত বড় অভিযোগ! এই বিষয়টা যেন অনেকেরই হজম হয়নি।
এবার গ্রেফতারি পরোয়ানা জারির খবরে মুখ খুললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন সোনু সুদ। ইনস্টা স্টোরিতে নিজের পক্ষে সাফাই দিতে গিয়ে সুর চড়িয়েছেন। অভিনেতা কড়া ভাষায় লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো আগে যাচাই করা উচিত। এগুলো তো প্রচণ্ড সংবেদনশীল ইস্যু।
/indian-express-bangla/media/post_attachments/c8431c2f-169.jpg)
সোনুর কথায়, 'আদালতের তরফে তৃতীয় পক্ষের অন্যায়ের বিরুদ্ধে আমাকে সাক্ষ প্রমাণ দেওয়ার জন্য হাজিরার নির্দেশ দিয়েছিল। আমাদের সংস্থার এর সঙ্গে কোনও যোগ নেই। আমাদের আইনজীবী বিষয়টি দেখছেন। ১০ ফেব্রুয়ারি ঘটনার প্রেক্ষিতে যথাযথ বিবৃতি দেওয়া হবে। সেলেবদের এভাবেই বারবার সফট টার্গেট করা হয়।'
প্রসঙ্গত, সংবাদসংস্থা ANI-সূত্রে খবর, সোনু সুদের বিরুদ্ধে মামলা করেছেন লুধিয়ানার এক আইনজীবী। তাঁর দাবি, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকা লগ্নির লোভ দেখান।
মূল অভিযুক্ত হিসেবে মোহিত শুক্লার নামেই অভিযোগ দায়ের করা হয়েছে। সাক্ষী হিসেবে সোনুকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল লুধিয়ানার আদালত। কিন্তু, আদালতের কথা অমান্য করেন অভিনেতা। কোর্টে হাজিরা দেননি সোনু সুদ। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: সোনু সুদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি 'মসিহা'-র বিরুদ্ধে