/indian-express-bangla/media/media_files/2025/01/04/UjmU8EfqfNmHwzPRX95H.jpg)
সোনু সুদকে কী করেছিলেন সলমন! Photograph: (ফাইল চিত্র )
Sonu sood News: বলিউড জুড়ে কত কাণ্ডই না হয়। অন্তত, একবার তো করণ জোহরের পার্টিতে গোটা বলিউডকে অল্পস্বল্প নেশা করতে দেখে বেশিরভাগ মানুষ চমকে উঠেছিলেন। কিন্তু, এর ওর পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে দেওয়া এ নতুন ঘটনা নয়। একবার সোনু সুদের সঙ্গেও এই ঘটনা ঘটেছিল।
সোনু নিজের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। না তো তিনি নেশা করেন, না তিনি সেরকম কোনও বিজ্ঞাপনে থাকেন। খাবার দাবার নিয়ে তাঁর সেভাবে কোনও ন্যাকামো নেই। বরং খুব সাধারণ কিছুই তাঁর কাছে উপাদেয়। এখন তো তিনি চাপাটি খাওয়ায় ছেড়ে দিয়েছেন। বরং, বিকেলের দিকে ডাল ভাত খেতে পছন্দ করেন। সোনু নিজেই তাঁর ডায়েট প্রসঙ্গে জানিয়েছেন। অভিনেতার কথায়...
"আমি খুব বড় মাপের নিরামিষাশী। আমার ডায়েট খুব বোরিং। যারা আমার বাড়িতে আসে, তাঁরা কিন্তু খুব রেগে যায়। ভাবে কি হাসপাতালের খাবার খাচ্ছে। আমি তাঁদের বলি, যে কেন এসব ভাবছ? তোমাদের যা খাওয়ার সেটাই খাও।" অভিনেতা এখানেই শেষ না। তাঁর সঙ্গে সঙ্গে তিনি প্রসঙ্গ টেনে আনেন, মদ এবং নেশার বস্তুর। জীবনে কোনোদিন নেশার জিনিসে হাত পর্যন্ত লাগান নি তিনি। কিন্তু, একবার বলিউডের এক সুপারস্টার তাঁর পানীয়তে মদ মিশিয়ে দিয়েছিলেন...
অভিনেতা বলেন, "আমি কোনোদিন মদ কিংবা অ্যালকোহল ছুঁই নি। কিন্তু বলিউডে এসব ধরনের মানুষের অভাব নেই, যে আপনাকে মদ খাওয়ানোর চেষ্টা করবে। আমার সঙ্গে তো এসব অনেক হয়েছে। লোকের মাথায় থাকত, যে আমায় অ্যালকহোল খাওয়াতে হবে। কিন্তু পারেনি। একবার, তো সলমন ( Salman Khan ) ভাই করেছিলেন। উনার খুব শখ ছিল আমায় মদ খাওয়ানোর। উনি আমায় বলতেন, রেড বুল একটু ঢেলে নে। উনি, আমায় যতবার গ্লাস দিতেন, আমি সেটা অন্যদের দিয়ে দিতাম। আর ভাই তাকিয়ে থাকতেন, যে আমি গ্লাসটা দিয়ে দিলাম। আসলে, যারা মদ খায়, তাঁরা কিন্তু চায় বাকিরা খাক। কিন্তু, আমি খাইনি কোনোদিন।"
অভিনেতা সোনু সুদ কিন্তু করোনার সময় থেকে মানুষের মসিহা হয়ে উঠেছেন। প্রচুর গরীব মানুষকে তিনি সেসময় বাড়ি ফিরিয়েছেন। তাঁকে যেমন মানুষ শ্রদ্ধা করেন, তেমনই মানুষ ভালবাসেন। আবার অভিনেতা কিন্তু নিজের কেরিয়ার নিয়েও বেশ সবকিছু নজরে রাখছেন।