scorecardresearch

ভারতের গুপ্ত শত্রুর খোঁজে এবার সোনু সুদ, অভিনেতার বিশ্বাস ‘ফতেহ’ হবেই

কেন? বিষয়টা খোলসা করেই বলা যাক তাহলে।

Sonu Sood, Sonu Sood films, Sonu Sood's upcoming Film, Fateh, সোনু সুদ, সোনু সুদের পরবর্তী ছবি, bengali news today
সোনু সুদ

গোটা অতিমারী আবহে যেভাবে দেশের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন, সোনু সুদ এখন সেই প্রেক্ষিতেই যেন সাক্ষাৎ ঈশ্বরের দূত তাঁদের কাছে। লকডাউনে করোনা রোগীর বাড়ির দুয়ারে ওষুধ-অক্সিজেন পৌঁছানো থেকে শুরু করে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ীদের মুখে অন্ন তুলে দেওয়া, অনাথদের দায়িত্ব নেওয়া, অভাব-অনটনের সংসারে পড়ুয়াকে অর্থসাহায্য করা… এহেন অজস্র কাজ করেছেন। আর এবার ভারতের গুপ্ত শত্রুর খোঁজে রয়েছেন সোনু। কেন? বিষয়টা খোলসা করেই বলা যাক তাহলে।

আসলে সমাজসেবায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন সোনু সুদ, দর্শকরা হয়তো তাঁর অভিনেতা সত্ত্বাটাকেই ভুলতে বসেছেন। তবে এমনটা হতে দিতে নারাজ ৪৮ বছর বয়সি বলিউড অভিনেতা। আর তাই এবার নতুন সিনেমার কথা ঘোষণা করে ফেললেন তিনি। দুঃস্থ মানুষদের জন্য ময়দানে ছোটার পাশাপাশি তিনি যে পর্দাতেও সমানভাবে সাবলীল, সেকথা আরেকবার মনে করিয়ে দিলেন আগামী ছবির কথা ঘোষণা করে।

[আরও পড়ুন: ভিকির সঙ্গে সংসার গুছিয়ে এবার শুটে ফিরলেন ক্যাটরিনা, দেখুন সেটের ছবি]

সিনেমার নাম- ‘ফতেহ’। অ্যাকশন হিরো অবতারে ধরা দেবেন সোনু। যিনি কিনা ভারতের গুপ্ত শত্রুর খোঁজে রয়েছেন। এমন অবতারে অভিনেতাকে আগে দেখা যায়নি বলেই দাবি নির্মাতাদের। পরিচালনা করছেন অভিনন্দন গুপ্তা। এই ছবি দিয়েই পরিচালক হিসেবে শিকে ছিঁড়তে চলেছেন তিনি। সিনেমার গল্পে দেশের স্বার্থে লড়বেন সোনু সুদ। বাস্তবঘটনার ভিত্তিতে তৈরি হচ্ছে ‘ফতেহ’।

এপ্রসঙ্গে অভিনেতা জানান, সিনেমার গল্পটা শুনেই বেশ লেগেছিল। ছবির গল্পটা এমন একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা আমাদের সকলের নজরে আসা উচিত। চিত্রনাট্য পড়ার পর সবুজ সংকেত দিতে দেরি করিনি। মুখিয়ে রয়েছি শুটিংর জন্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sonu sood to play action hero in fateh