/indian-express-bangla/media/media_files/2025/01/04/UjmU8EfqfNmHwzPRX95H.jpg)
সোনু সুদ এবার পাঞ্জাবে... Photograph: (ফাইল চিত্র)
জলে ভেসে যাচ্ছে পাঞ্জাব। বন্যায় জেরবার মানুষ। এমনকি, সেই প্রদেশে অনেক সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। পাঞ্জাবের ভয়ঙ্কর সেই অবস্থায় বহু তারকা নানা মন্তব্য করেছেন। তবে, পাশে গিয়ে দাঁড়ানোর মতো মন ক'জনের আছে? কিন্তু একজন আছেন, যিনি নিজের মতো করে বারংবার সেইসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন যাদের প্রয়োজন আছে। এর আগে, বহু মানুষকে তিনি নিজের বাড়িতে ফিরিয়েছেন, এবার..
বন্যা কবলিত পাঞ্জাবে পৌঁছে গিয়েছেন সোনু সুদ। অভিনেতা নিজের সাহায্য নিয়ে হাজির হয়েছেন সেখানে। করোনা কালে সোনুর মতো সাহায্য আর কোনও তারকাএ করতে দেখা যায়নি। যদিও, কিছুদিন আগে রনদীপ হুডা থেকে শুরু করে দিলজিত দোসাঞ্জ অনেকেই গিয়েছিলেন পাঞ্জাবে সাহায্য নিয়ে। নিজেরা বন্যার জল পাড়িয়ে এমনকি বৃষ্টি মাথায় নিয়েই সাহায্যে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সোনু-ও ঠিক তাই।
শনিবার পাঞ্জাবের গ্রামোন্নয়ন মন্ত্রী তরুণপ্রীত সিং সোন্ড জানিয়েছেন, রাজ্যে বন্যায় প্রায় ২৪,৯৩০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে ফাজিলকা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে জালালাবাদ ও ফাজিলকা নির্বাচনী এলাকায় প্রায় ২২,৬৫২ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
Ahsish Kapoor: মহিলার অভিযোগে বিপাকে অভিনেতা, কত দিনের জন্য জেলে পাঠাল আদালত?
এদিকে অভিনেতা সোনু সুদ ঘোষণা করেছেন, তিনি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাগপুর, সুলতানপুর লোধি, ফিরোজপুর, ফাজিলকা এবং আজনালা সফর করে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যালোচনা করবেন।
সুদ আরও জানান, তাঁর ত্রাণ উদ্যোগ মূলত ক্ষতিগ্রস্তদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়ক হবে। তিনি বলেন, “পাঞ্জাবে এখনও বৃষ্টি চলছে। অনেক বাড়িঘর ও মানুষের জীবিকা ধ্বংস হয়েছে। আমি সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করব এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে তাদের চাহিদার একটি তালিকাও নেব।” প্রসঙ্গে..
সোনু যখন এই সাহায্যের হাত বাড়াতে পৌঁছলেন, প্রতিবারের মতো অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। তিনি যে শুধু তারকা নন বরং সকলের মসীহা এমনটাও মনে করেন সকলে।