Zarina Wahab Praises Prabhas : বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ জরিনা ওয়াহাব। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে Rajasaab ছবিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে (Lehren Retro) এই বর্ষীয়ান অভিনেত্রী প্রভাসের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাঁর মতো সন্তান প্রত্যেক মায়ের জীবনে আসুক, সেই কথাই বারবার বলেছেন অভিনেত্রী। আসন্ন ছবি প্রসঙ্গে জরিনা ওয়াহাব বলেন, প্রতিটি দর্শকের এই ছবিটি দেখা উচিত। ২০২৫-এর এপ্রিলে মুক্তি পাবে Rajasaab। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই উঠে আসে প্রভাসের কথা। জরিনা বলেন, প্রভাসের থেকে ভাল মানুষ আর কেউ হতেই পারে না। অভিনেত্রী যোগ করেন, এই দুনিয়ার প্রত্যেকটা মা যেন প্রভাসের মতো সন্তান পায়।
জরিনার মতে, প্রভাস এত বড় মাপের অভিনেতা হয়েও ওঁর কোনও অহংকার নেই। সেটেও প্রভাসের ব্যবহারের প্রশংসায় একেবারে পঞ্চমুখ জরিনা। তিনি বলেন, শ্যুটিং শেষের পর ইউনিটের প্রত্যেককে বলে যান। যদি ওঁর কোনও দৃশ্যের শ্যুটিং নাও থাকে তাহলে চেয়ার নিয়ে বসে থাকে। কখনও উঠে গিয়ে নিজের ঘরে চলে যান না। প্রভাসের প্রশংসা করতে গিয়ে অভিনেত্রীর সংযোজন, যখন ওঁর খিদে পায় বাড়িতে ফোন করেন। ইউনিটের ৪০-৫০ জনের জন্যই খাবার পাঠাতে বলেন। প্রভাসের সুস্থ ও সুন্দর জীবন কামনা করেছেন জরিনা ওয়াহাব।
একদিকে যখন প্রভাসের প্রশংসায় মুখর জরিনা তখন অন্যদিকে প্রয়াত অভিনেত্রী জিয়া খানকে নিয়ে কঠিন মনোভাবেরই পরিচয় দেন। ২০১৩-এ সূরজ পাঞ্চালির সঙ্গে সম্পর্কে থাকাকলীন আত্মহত্যা করেন জিয়া। এই ঘটনায় জেলও খেটেছেন তিনি। Lehren Retro-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতার মা বলেন, 'দীর্ঘ ১০ বছর সূরজ এই পরিস্থিতির সঙ্গে লড়েছে। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হচ্ছে। প্রমাণ হয়ে গিয়েছে সে সূরজ নির্দোষ। কিন্তু, কেরিয়ারের ক্ষতিটা তো হয়েই গেল। জিয়া কী করত সেটা সবাই জানে। ওঁর বিষয়ে কথা বলে আমি নিজেকে ছোট করতে চাই না। এটুকু বলতে পারি আমরা অপেক্ষা করেছিলাম। অবশেষে স্বস্তি পেলাম।'
সূরজের মা আরও যোগ করেন, 'এই ঘটনার আগেও জিয়া ৪-৫ বার আত্মহত্যার চেষ্টা করেছে। আমার ছেলের সঙ্গে সম্পর্কে থাকার আগেও তো আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। কিন্তু, দুর্ভাগ্য যে আমার ছেলের সঙ্গে থাকাকালীনই এই ঘটনাটা ঘটল। সূরজের কেরিয়ার শেষ করে দিয়েছে। কিন্তু, একটা বিষয়ে আত্মবিশ্বাসী যজদি কেউ কারও ক্ষতি করে বা মিথ্যা কথা বলে তাহলে সে তা সুদ সমেত ফেরৎ পায়'।
আরও পড়ুন:অপেক্ষার অবসান, শুরু নাগা-শোভিতার প্রাকবিবাহ অনুষ্ঠান, ফাঁস গায়ে হলুদের ছবি