/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/Ranveer-Singh-Ajay-Devgn-join-Akshay-Kumar-for-Sooryavanshi-759.jpg)
সূর্যবংশী-ছবিতে অজয়, রণবীর ও অক্ষয়।
বৃহস্পতিবার অক্ষয় কুমার পোস্ট করলেন রোহিত শেট্টির পরবর্তী ছবি 'সূর্যবংশী'-র ঝলক। তবে সেখানে খিলাড়ি একা নন, সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও অজয় দেবগণ। পুলিশ সিরিজের তৃতীয় ছবি 'সূর্যবংশী'। টুইটারে ছবি শেয়ার করেছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের মতোই তাদের ছবি 'সিম্বা' ও 'সিংহমে'র পুলিশের বেশে অভিনেতারা।
টুইটে তিনি লিখেছেন, ''দ্য দেশী অ্যাভেঞ্জার্স অফ দ্য কপ ইউনিভার্স! যখন সিংহম আর সিম্বা, সূর্যবংশীর সঙ্গে মিলে যায় তখন আগুন ধরেই কিন্তু ব্লাস্টও হয়। যা হলে ২০২০ সালের ২৭ মার্চ।''
The desi Avengers of the Cop universe!When ‘Singham’ meets ‘Simmba’ meets #Sooryavanshi,expect not just fireworks but a full-blown blast on 27th March,2020☄️@ajaydevgn@RanveerOfficial#KatrinaKaif#RohitShetty@karanjohar@RelianceEnt@RSPicturez@DharmaMovies#CapeofGoodFilmspic.twitter.com/yvezDbJPFg
— Akshay Kumar (@akshaykumar) October 10, 2019
আরও পড়ুন, দ্য স্কাই ইজ পিঙ্ক: সবটাই ছিল কিন্তু মন ভরল না
ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। রোহিত শেট্টির শেষ ছবি 'সিম্বা'-র অন্তিম দৃশ্যেই তাঁর সঙ্গে পরিচয় করিয়েছেন পরিচালক। ছবির ক্লাইম্যাক্সে তাঁকে দেখা গিয়েছিল এটিএস অফিসা বীর সূর্যবংশী নামে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও। প্রসঙ্গত, এটাই অক্ষয় ও রোহিতের প্রথম কাজ।
Read the full story in English