Sophie Choudry On Bollywood: রুপোলি দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকের কথা বিভিন্ন সময় উঠে এসেছে পেজ ৩-এর খবরে। একাধিক বলি অভিনেত্রী ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন। নবাগত বা নবাগতাদের পায়ের নীচে মাটি শক্ত করতে অনেক পরিশ্রম করতে হয়। ঠিক সেইরকমই সুযোগ পেতেও অনেক বাধারও সম্মুখীন হতে হয়। অনেক সময় আপত্তিকর বহু ঘটনাও ঘটে। এক সাক্ষাৎকারে বিটাউনের অন্দরমহল নিয়ে খুল্লামখুল্লা কথা বললেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সোফি চৌধুরী। কেরিয়ারের শুরু দিনগুলোর কথা শেয়ার করলেন সোফি। তিনি সকলের কাছে গায়িকা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু, যখন অভিনয়ে আত্মপ্রকাশের ইচ্ছেপ্রকাশ হয়েছিল সেই সময় মা ও মেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
তিনি বলেন, 'আমি একজন সংগীতশিল্পী। কিন্তু, অভিনয়ের প্রতি আমার বিশেষ টান ছিল। বেশ কিছু মানুষের সঙ্গে সেই সময় পরিচয় হয়েছিল। তাঁদের মধ্যে কেউ ছিলেন খুবই ভাল মানুষ কেউ আবার এমন কিছু পরামর্শ দিতেন যা শুনে আমার মোটেই ভাল লাগত না। আমার মা এখন সেই পুরনো দিনের কথাগুলো যখন বলেন নিজেই হাসেন। অভিনেত্রী হতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, এমন কথাও আমাকে বলা হয়েছিল। তখন সত্যিই সেই কথাটার অর্থ বুঝিনি।'
আরও পড়ুন পরিচালক সন্দীপের সঙ্গে বনিবনার অভাব! দীপিকার বদলে 'বাহুবলী' প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী
বিদেশ থেকে কেউ ইন্ডাস্ট্রিতে এলে তাঁরা নাকি অত্যন্ত সহজলভ্য! অনেকের মনে এমন ধারণাও পোষণ করা ছিল। সোফি চৌধুরী সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডাস্ট্রির এমন কিছু মানুষ আছেন যাঁদের আপত্তিকর মন্তব্য আজও তিনি ভোলেননি। তাঁর কাছে এসে গোপনে মনের অসৎ ইচ্ছের কথাও প্রকাশ করেছিলেন। সোফির কথায়, 'আমার সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করতে আসেন অনেকেই। আমাকে নাকি তাঁরা কাছ থেকে আরও ভালভাবে চিনবেন। অভিনেত্রী হিসেবে আমি যোগ্য কিনা সেটা বিচার করার জন্য আমার সঙ্গে কিছুটা সময় কাটাবেন। কিন্তু, আপনি বুঝতে পারবেন সিনেমার হিরোইন বানানোর জন্য তাঁরা আমার কাছে আসেননি। বেকার সময় নষ্ট করতেই এসেছেন।'
বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে, কাজের সন্ধান করতে অনেক কসরত করতে হয়েছে সোফিকে। SCREEN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, করণ জোহর, বরুণ ধাওয়ান, মনিশ মলহোত্রার মতো বন্ধু থাকলেও তাঁরা কখনও সোফির অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেননি। ইন্ডাস্ট্রি নিয়ে সোফির সাফ মন্তব্য, 'সবাই হয়ত ভাবে ওঁরা আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু বাস্তবে বিষয়টা একদমই তা নয়। একটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই, বন্ধুত্ব দিয়ে কাজ পাওয়া যায় না।'