Deepika To Be Replaced By Rukmini: দীপিকা পাডুকোন, নামটাই যথেষ্ট। বলিউড থেকে দক্ষিণী ছবিতে দীপিকা ম্যাজিককে জাস্ট ক্লিন বোল্ড দর্শক। ওম শান্তি ওম-এর মাধ্যমে বলিউডে হাতেখড়িই হয়েছিল সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হিসেবে। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন দীপিকা। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি থেকে বাজিরাও মস্তানি, পিকুর মতো ছবিতে বারবার ছকভাঙা চরিত্রে অভিনয় করে পেশাদার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। শুধু তাই নয়, দীর্ঘ বিরতির পর ২০২৩-এ শাহরুখের প্রত্যাবর্তন হয় পাঠান-এ। সেই ছবিতে দীপিকার সাহসী বিকিনি লুকে তোলপাড়া নেটপাড়া থেকে ভক্তমহল। শাহরুখের আপকামিং মুভি কিং-এ ও নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আর সেই দীপিকাকেই নিজের ছবি থেকে বাদ দিলেন অ্যানিমাল খ্যাত পরিটালক সন্দীপ রেড্ডা ভঙ্গা!
লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীপিকার আকাশছোঁয়া পারিশ্রমিকের দাবিতেই নাকি সন্দীপের নতুন ছবি স্পিরিট থেকে বাদ পড়েছেন বলিউডের মস্তানি। আর তাঁর পরিবর্তে দেখা যাবে রুক্মিণী বসন্তকে (Rukmini Vasanth)। জানা যাচ্ছে, চরিত্র নিয়ে পরিচালকের সঙ্গে প্রাথমিক কথপকথোন হয়েছে। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি। সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবিতে রুক্মিণীর উপস্থিতি নিশ্চিত হলে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
আরও পড়ুন ২৫ বছর পূর্তিতে ফের বড় পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', সিক্যোয়েল নিয়ে কী ভাবনা পরিচালক হরনাথের?
প্রসঙ্গত, Gulte ও GreatAndhra.com-এর খবর অনুযায়ী, এই ছবির জন্য দীপিকাকে প্রতিদিন আট ঘণ্টা কাজের প্রস্তাব দিলে তিনি রাজি হননি। ছ'ঘণ্টা শুটিং করবেন বলে জানিয়েছেন দীপিকা। এছাড়াও বলিউডের মস্তানি সিনেমার লভ্যাংশের অর্ধেক টাকাও দাবি করেন। তেলুগু ভাষায় সংলাপ বলতেও রাজি নন অভিনেত্রী। স্পিরিটে কাজের জন্য দীপিকাকে নাকি অগ্রিম ২০ কোটি টাকার চেকও দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্যদিকে 'কবীর সিংহ', 'অ্যানিমাল'-এর মতো ছবি পরিচালনা করে সমালোচনার শিকার হয়েছেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। বক্স অফিসে সাড়া ফেললেও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পরিচালক।
আরও পড়ুন 'অনেকটা দেরি হয়ে গিয়েছে...', মৃত্যুমুখ থেকে কী ভাবে কাছের মানুষকে ফিরিয়ে আনলেন শ্রীময়ী?