Soumitrisha Insta Story: সৌমিতৃষা কুণ্ডু, এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ নাম সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিক দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেছিলেন। এখনও মিঠাইরানি বলেই সৌমিতৃষা দর্শকের দরবারে ভীষণ প্রিয়। দেবের নায়িকা হয়ে বড় পর্দায় প্রধানের হাত ধরে বিগ ব্রেক পেয়েছেন সৌমিতৃষা। এরপর কালরাত্রি-র মাধ্যমে ওয়েবেও হাতেখড়ি হয়েছে সৌমিতৃষা কুণ্ডুর।
মুক্তির অপেক্ষায় সৌরভ দাসের সঙ্গে নতুন ছবি ১০ ই জুন। কেরিয়ারে সৌমিতৃষার উত্থানের সঙ্গে সঙ্গে বাড়ছে তাঁর ভক্ত সংখ্যাও। মিঠাই ধারাবাহিকে অভিনয়ের সময়ই ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সৌমিতৃষা। তাই তো নতুন বছরের শুরুতে প্রিয় অভিনেত্রীর নামেও ভগবানের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা।
ইনস্টা স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা কুণ্ডু। মিষ্টির প্যাকেটের উপর এক টুকরো কাগজে লেখা সৌমিতৃষা কুণ্ডু। সঙ্গে একটা গাঁদা ফুল। ভক্তদের ভালবাসায় আবেগতাড়িত হয়ে ক্যাপশনে লিখেছেন, 'তোমরা সবাই পুজো দিচ্ছ আমার নামে? তোমাদেরকে আমি খুব ভালবাসি।'
আরও একটি ছবি শেয়ার করেছেন যেখানে রয়েছে ভগবত গীতা, একটা সফট টয়েজ আর একটা উপহারের প্যাকেট। সেই ভক্তকেও ধন্যবাদ জানিয়েছে ছোট পর্দার মিঠাইরানি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সৌমিতৃষা কুণ্ডু। হাসি-আনন্দের মুহূর্তগুলো এভাবেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন টলি অভিনেত্রী।
নতুন বছরে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন সৌমিতৃষা। গোপালি রঙের ক্রপ টপের উপর নীল হুডি জ্যাকেট পরে ক্যামেরায় একের পর এক পোজ। আর ক্যাপশনে লিখেছিলেন, ' আমি যখন এটা পরি তখন নিজেকে 'ডন' বলে মনে হয়।
ফটোশ্যুটেও মাত দেন সৌমিতৃষা। দেশি লুক থেকে ওয়েস্টার্ন আউটফিটে একেবারে মোহময়ী অবতারে ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন। সৌরভ দাসের সঙ্গে ১০ ই জুনে সৌমিতৃষার অন স্ক্রিন কেমেস্ট্রির নতুন রসায়ন দেখার অপেক্ষায় অনুরাগীরা।