Soumitrisha Kundu Birthday:
মিঠাই ধারাবাহিকের সৌজন্যে বাংলা মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। অভিনয় প্রতিভার জেরে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। প্রথম ছবি প্রধানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের সুবর্ণ সুযোগ পেয়েছেন। রুমি-র চরিত্রে আরও একবার দর্শকের দিল জিতে নিয়েছেন সকলের প্রিয় মিঠাইরানি। মুক্তির অপেক্ষায় আসন্ন ছবি ১০ই জুন। এর মাঝে ওয়েবেও হাতেখড়ি হয়েছে। ২৪ ফেব্রুয়ারি প্রতিভাবান অভিনেত্রীর ২৩ তম সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। তিনি অবশ্য জন্মদিনটা একটু অন্যভাবেই পালন করেন। রাত ১২টায় কেক কেটে সেলিব্রেশনে বিশ্বাসী নন। জীবনের এই দিনটিকে ভগবানের সেবায় নিয়োজিত করতে চান। সেই জন্য এবারেও জন্মদিনের আগেই বৃন্দাবন পৌঁছে গিয়েছেন সৌমিতৃষা।
মিঠাই ধারাবাহিকে সৌমিতৃষার সর্বক্ষণের সঙ্গী ছিল গোপাল। সেটা শুধু রিল লাইফে নয়, রিয়েলেও গোপাল ভক্ত সৌমিতৃষা কুণ্ডু। আজকের দিনটা কী ভাবে কাটাচ্ছেন বার্থডে গার্ল? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে সৌমিতৃষা বেশ উচ্ছ্বসিত হয়ে বললেন, 'আমি এবারেও জন্মদিনে বৃন্দাবন এসেছি। যতবারই এখানে আসি ভীষণ ভাল লাগে। তীর্থস্থানে আসলেই মনটা ভাল হয়ে যায়। একমাত্র ভগবান চাইলেই ভগবানের স্থানে যাওয়া সম্ভব। গত তিনবছর জন্মদিনটা আমি বৃন্দাবনেই কাটাচ্ছি।' বৃন্দাবনের খাওয়া-দাওয়া সম্পূর্ণ নিরামিষ। ওখানে আমিষ খাওয়ার কোনও প্রশ্নই নেই। তাই জন্মদিনের কেকটাও নিরামিষই হয়।
বার্থডে কেক কাটা প্রসঙ্গে সৌমিতৃষার সংযোজন 'আমি আগে যে দুবার এসেছি তখন দেখেছি হোটেল থেকেই ওঁরা একটা কেকের বন্দোবস্ত করেন। সারাদিন ঘুরে, পুজো দিয়ে যখন সন্ধ্যায় ফিরেছিলাম তখন আমাকে সারপ্রাইজ দিয়েছিলেন। এবার কী হবে সেটা তো এখনও জানি না। তব ছোট থেকে কোনওদিনই রাত ১২ টায় কেক কাটার প্রথা আমাদের বাড়িতে ছিল না। আর যখন থেকে বৃন্দাবন আসা শুরু করেছি আর কোনও প্রশ্নই নেই। এখানে তো রাতে তাড়াতাড়ি ঘুমাতে হয়।' জন্মদিনে ভগবানের কাছে কী প্রার্থনা করলেন সৌমিতৃষা?
জীবনে যতটুকু অর্জন করেছেন এবং আগামী দিনে করবেন সবটাই ভগবানের আশ্রয়ে থেকে করতে চান। অন্তরের ভক্তি যাতে সারাজীবন অটুট থাকে ভগবানের কাছে সেটাই প্রার্থনা সৌমতৃষার। জন্মদিনে ভগবানের কাছে বাবা-মায়ের সুস্থতা কামনা করলেন। তাঁর মতে, 'মনের ভক্তি আর প্রিয়জনেরা সুস্থ থাকলে সব সমস্যার সঙ্গে মোকাবিলা করা যায়।' শরীর খুব একটা ভাল নেই। তবুও জন্মদিনে বৃন্দাবন মাস্ট। সৌমিতৃষার বিশ্বাস, 'আমি আমার প্রিয় জায়গায় এসেছি। ভগবানের স্থানে এসেছি বলেই হয়ত শরীর খারাপটা সেভাবে উপলবদ্ধি করতে পারছি না।'
বৃন্দাবন সৌমিতৃষার মনের মতো একটা জায়গা। ওখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন। জন্মদিনে মনের ইচ্ছের কথা বললেন বার্থডে গার্ল। 'আমার ভীষণ ইচ্ছে এখানে একটা নিজের বাড়ি হোক। এখানের প্রত্যেকটা জিনিস আমার বড্ড প্রিয়। বাড়ি ফেরার সময় হয়ে এলেই মনটা খারাপ হয়ে যায়। বৃন্দাবনে বাড়ি থাকলে তো আর ফেরার তাড়া থাকত না। এক অদ্ভুত শান্তি খুঁজে পাই।'