Promise Day: কেউ নিজেকে ভাল রাখবে তো কেউ মন দেবে শরীরচর্চায়, কারও কাছে গুরুত্বহীন! 'প্রমিস ডে'-তে কী প্রতিজ্ঞা 'সিঙ্গল'-দের?

Promise Day 2025: প্রেমদিবসে প্রেমের প্রতিশ্রুতি তো প্রেমিকযুগল একে অপরকে দিয়েই থাকেন। কিন্তু, যাঁরা 'সিঙ্গল'? তাঁদের কাছেও 'প্রমিস ডে' কেমন, তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।

Promise Day 2025: প্রেমদিবসে প্রেমের প্রতিশ্রুতি তো প্রেমিকযুগল একে অপরকে দিয়েই থাকেন। কিন্তু, যাঁরা 'সিঙ্গল'? তাঁদের কাছেও 'প্রমিস ডে' কেমন, তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
dsfedF

'প্রমিস ডে'-তে কী বলছেন 'সিঙ্গল' সেলেবরা? (গ্রাফিক্স: সন্দীপন দে)

Bengali Celeb On Promise Day: শহরজুড়ে ভালবাসার মরশুম...।  আকাশে-বাতাসে যেন প্রেম-প্রেম গন্ধ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বিভিন্ন দিন উদযাপনে মেতে ওঠে প্রেমিকযুগল। ক্যালেন্ডার অনুযায়ী ভ্যালেন্টাইন উইকের ১১ ফেব্রুয়ারি 'প্রমিস ডে'। এই দিন ভালবাসার মানুষটার হাত ধরে সারাজীবন একসঙ্গে পথ চলার, একে অপরকে ভাল রাখার প্রতিজ্ঞা করার দিন। কিন্তু, যাঁরা 'সিঙ্গল'? তাঁদের জীবনে এই দিনটার কোনও বিশেষত্ব নেই? নিশ্চয়ই আছে। নিজের সঙ্গে নিজের প্রমিস করাটাই তো বড় ব্যাপার। টলিপাড়ার 'সিঙ্গল' স্টাররা 'প্রমিস ডে' কী প্রতিজ্ঞা করলেন? 

Advertisment

সৌমিতৃষা কুণ্ডু

আমার কাছে এই ধরনের যে কোনও ডে সম্পূর্ণ যুক্তিহীন। আমি একদমই বিশ্বাস করি না প্রমিস করার জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন আছে। আমার কাছে 'মাদার্স ডে'-পালনেরও আলাদা কোন দিন নেই। ওই দিন মায়ের সেলফি তুলে পোস্ট করব আর বাকি কোনও কর্তব্য পালন করবা না এটা তো হয় না। তবে আজকের দিনে মানুষ তো কাজের ব্যস্ততায় একেবারে যন্ত্রে পরিণত হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনগুলো মনে করিয়ে দেয় কাছের মানুষের যত্ন নেওয়া উচিত। নতুন বছরের শুরুতে একটা 'গোল' সেট করি যে সারাবছর কী কী করতে হবে। কিন্তু, বিশেষ কোনও দিন সেলিব্রেশনে আমি বিশ্বাসী নই।

Advertisment

ঊষসী রায়

নিজের কাছে নিজের প্রমিস করাতেই আমি বিশ্বাসী। নিজেকে ভাল রাখতে চাই। জীবনে যা কিছু পেয়েছি সেগুলো নিয়েই আনন্দ করে আগামীর পথে এগিয়ে যেতে চাই। এটাও খেয়াল রাখব নিজেকে ভালবাসতে গিয়ে যেন কাউকে দুঃখ না দিয়ে ফেলি। কাজের প্রতি যে দায়িত্ব থাকে সেটা নিজের সাধ্য মতো পালন করব। সব মিলিয়ে নিজেকে খুশি রাখাই প্রমিস ডে-তে আমার প্রমিস। 

অঙ্কিতা মল্লিক

আমি এখনও কোনও পার্টনার খুঁজে পাইনি যার সঙ্গে কিছু প্রমিস করব। তবে একটা বিষয় আমাকে প্রমিস করতেই হবে, সেটা হল ডায়েট। আমাকে এবার রোগা হতেই হবে। আমি আসলে ডায়েটটাই করতে পারি না। কিন্তু, এবার না করে উপায় নেই। প্রমিস ডে এটাই হবে আমার নিজের সঙ্গে নিজের একমাত্র প্রমিস। সেই সঙ্গে অবশ্যই প্রমিস করব আমি আরও ভাল কাজ করব। দর্শকের ভালবাসা পাব।

সৌমদীপ  মুখোপাধ্যায়

আমি নিজের কাছে একটাই প্রমিস করতে চাই যে কাজই করব ভাল কাজ করব। এমন কোনও কাজ করব না যাতে আমার বাবা-মায়ের মাথা লজ্জায় নত হয়, তাঁরা আসম্মানিত হন। সারাজীবন যাতে তাঁদের সম্মান রক্ষা করতে পারি সেটাই আমার নিজের কাছে নিজের ও বাবা-মায়ের কাছে প্রমিস। সেই সঙ্গে ভালভাবে কাজ করতে চাই। আমি এখনও সিঙ্গল। তাই পার্টনারকে প্রমিস করার কোনও ব্যাপার নেই। যেমন আছি ভাল আছি।

পল্লবী শর্মা

আমি আসলে এই প্রমিস জিনিসটায় খুব একটা বিশ্বাসী নই। তবুও বলব প্রত্যেকটা দিন আরও ভাল থাকার, আরও ভাল মানুষ হয়ে চেষ্টা করব। সবসময় আনন্দে থাকার চেষ্টা করব। নিজের সঙ্গে নিজের প্রমিস বললে আমি এগুলোই বলতে চাই। আমি কিন্তু, এমনটা একদমই চাই না যে পরের প্রমিস ডে-তে আমি কারও হাত ধরে কিছু প্রমিস করব। কারন জোর করে কিছু পাওয়া যায় না। আমার জীবনে যার আসার সে সঠিক সময়ই আসবে বলে আমার বিশ্বাস। আমি এই মুহূর্তে যেমন আছি খুব ভাল আছি। জীবনে যেমন পরিস্থিতিই আসুক না কেন আমি ভাল মানুষ হয়েই বাঁচব। হাসি-খুশি থাকব। 

দিব্যজ্যোতি দত্ত

প্রমিস ডে-র আগেই নিজের কাছে নিজেই একটা প্রমিস করে ফেলেছি। আমাকে ২২ কেজি কমাতে হবে। সবাই মাসল তৈরি করে আর আমাকে এখন সেই মাসলটাই কমাতে হবে। বডি বানাতে জিমে সবাই কালঘাম ছোটায়। আর আমি বডি কমানোর জন্য রোজ জিমে ছুটছি। আগামী প্রমিস ডে-তে পার্টনারকে কোনও কিছু প্রমিস করার সুযোগের অপেক্ষায় আমি সত্যিই নেই। আমার মতে, বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো। সেটা চলে গিয়েছে। তাই আপাতত এই বছরে প্রেমদিবসের পরও আমি সিঙ্গল। 

তিতিক্ষা দাস

নিজের কাছে অনেক প্রমিস আছে। নিজেকে সবসময় ভাল রাখব। আমি যতটা নিজেকে ঠিক যতটা ভাল রাখি এমন মানুষের কাছে যেতে চাই সে-ও আমাকে ততটাই ভাল রাখবে। কাজের প্রতি আরও মনোনিবেশ করব। যাঁরা আমার সততাকে গ্রহণ করে না তাঁদেরকে আমি জীবন থেকে দূরে রাখব। পরের বছর যদি আমার জীবনে কেউ আসে তাহলে তাঁর সঙ্গে এটাই প্রমিস করব নিজের সাধ্য মতো সবকিছু মানিয়ে-গুছিয়ে থাকব। যদি আমি সেই মানুষটার থেকে যথাযথ সম্মান পাই তাহলে তাঁকে সারাজীবন ভাল রাখার প্রমিস করব। 

Bengali Cinema valentine day Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Film Bengali serial TRP Bengali Film Industry promise day