scorecardresearch

‘চোখে জল চলে এল’, বলিউড ছবিতে কিং খানের বিরাট প্রশংসা, আত্মহারা প্রেম Tame-র সৌম্য

রানি-অনির্বাণের সঙ্গে সৌম্যর প্রশংসাও করলেন শাহরুখ, আনন্দে আপ্লুত অভিনেতা!

srk, shah rukh khan, soumya mukherjee, shah rukh khan praises soumya
শাহরুখকে নিয়ে কী বলছেন সৌম্য?

বলিউডে কাজ, তার থেকেও বড় কথা শাহরুখের প্রশংসা পাওয়া…. সপ্তম আকাশে টলিপাড়ার পরিচিত মুখ সৌম্য মুখোপাধ্যায়। টলিউডে কাজ করছেন বহু সিরিজ এবং সিরিয়ালে। তবে ‘মিসেস চ্যাটার্জি vs Norway’ তে তাঁর অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান।

যদিও, সৌম্যকে এই নিয়ে আগে কথা বলতে শোনা যায় নি। তবে, আজ সকালে শাহরুখের প্রশংসা পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন তিনি। কী লিখলেন সৌম্য? তিনি লিখছেন, আমার কোনও শব্দ নেই যে আমি কি লিখব? শাহরুখ স্যার আপনকে ধন্যবাদ। আমি বলে বোঝাতে পারব না যে কি বলা উচিত? আমাদের সকলে আপনি অনুপ্রাণিত করেছেন। আপনি আমার কাছে সবকিছু স্যার। আমার এখন খুশির কান্না কাঁদতে ইচ্ছে করছে।

এপ্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও, হাসিমুখে ফোন ধরেন সৌম্য। আনন্দের রেশ কথার মধ্যে। সৌম্য ফোন ধরতেই বললেন, “জানো তো এটা নিয়ে যে কথা বলব সেটার অনুমতি ছিল না। কিন্তু আজ যখন শাহরুখের পোস্ট দেখলাম তখন আর নিজেকে সামলাতে পারি নি। মনের যা কথা আছে সেটা লিখে দিলাম। কিন্তু ভাষা নেই আমার সত্যিই। শাহরুখ আমার অনুপ্রেরণা, আমি ওর ছবি দেখে দেখে বড় হয়েছি। উনার তরফ থেকে প্রশংসা মানে বিরাট ব্যাপার। চোখে জল চলে আসছে আনন্দে।”

আরও পড়ুন [ ‘বনি অসৎ নয়’, শাক দিয়ে মাছ ঢাকছেন? জয়জিৎকে তুলোধোনা নেটপাড়ার ]

এদিকে, অনির্বাণের সঙ্গে দ্বিতীয় কাজ তাঁর। বাংলার দুই তারকা একসঙ্গে একই ছবিতে কাজ করছেন। অভিজ্ঞতা কেমন? বললেন, “অনির্বাণদার সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার কাজ। অসাধারণ এক অভিজ্ঞতা। বন্ধুত্বপুর্ন সম্পর্ক গড়ে উঠেছে বেশ। এটাই আমার কাছে পরম পাওয়া”। অন্যদিকে রানি মুখোপাধ্যায়। সৌম্যর কথায়, “ভীষণ সুন্দর অভিজ্ঞতা। আমি যে কি দারুন এনজয় করে কাজ করেছি”।

উল্লেখ্য, আজই রিলিজ এই ছবির। তাঁর আগেই ছবির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ থেকে ভিকি কৌশল। রানি মুখোপাধ্যায়কে নিয়ে তিনি বললেন, আমার রানি মুখ্য চরিত্রে এত সুন্দর অভিনয় করেছে যেন সত্যিই একজন কুইন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Soumya mukherjee first reaction on srks comment on mrs chatterjee vs norway