scorecardresearch

মিথিলার সঙ্গে বাংলাদেশে সৌরভ! বলিপাড়া থেকে KRK-এর ফোড়ণ, ‘বউয়ের সঙ্গে দুই শ্যালিকা..’

সৃজিত বাদ! মিথিলাকে সৌরভ দাসের স্ত্রী বলে ফেললেন কামাল আর খান।

Sourav Das, Mithila, Sourav Mithila, Sourav Das Bangladesh, Srijit Mithila, KRK, Bollywood KRK, সৌরভ দাস, রফিয়াৎ রশিদ মিথিলা, মিথিলা, সৃজিত মিথিলা, সৌরভ মিথিলা, কামাল আর খান, টলিউডের খবর, Indian Express entertainment News, Bengali News today
সৌরভের সঙ্গে মিথিলাকে দেখে এ কী বলে ফেললেন বলিপাড়ার KRK ..!

মন্টু পাইলট সিরিজে কাজের সুবাদে সৌরভ দাসের সঙ্গে বেজায় গাঢ় বন্ধুত্ব তৈরি হয়েছে রফিয়াৎ রশিদ মিথিলার। সৃজিত মুখোপাধ্যায়ের ঘরনি তিনি। সেই সুবাদে সিরিজের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করত বুকে ধড়ফড়ানিও শুরু হয়েছিল অভিনেতার। তবে সেসব এখন অতীত। পদ্মপারের কন্যার সঙ্গে টলিউড অভিনেতার ভাব দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। তাই তো কাজের সূত্রে ঢাকায় গিয়েই সোজা মিথিলাকে ফোন। অতঃপর বন্ধু অভিনেতাকে বাড়িতে আদর আপ্যায়ণের সুযোগও হাতছাড়া করলেন না মিথিলা।

সৌরভ ঢাকায় গিয়েই আসলে মিথিলাকে ফোন করে খবর দেন যে তিনি নায়িকার বাড়ির কাছাকাছি। ব্যস অমনি সহ-অভিনেতাকে যত্ন-আত্তিরের তোরজোড় শুরু হয়ে যায় মিথিলার বাড়িতে। নায়িকা জানিয়েছেন, সৌরভের জন্য মা নিজে হাতে হরেক পদ রান্না করেছিলেন। কী ছিল মেন্যুতে? অতিথি আদরের আয়োজনও এলাহি। পোলাও, একাধিক মাংসের পদ, রকমারি ভর্তা, বেশ কয়য়েকটা পদের মাছ, পাশাপাশি শুঁটকিও খেয়েছেন সৌরভ। কারণ ওঁর শুটকির প্রতি আগ্রহ ভীষণ।

গুছিয়ে খাওয়ার পাশাপাশি মিথিলা ও তাঁর দুই বোনের সঙ্গে ছবি পোস্ট করতেও ভোলেননি সৌরভ দাস। আর সেই ছবিতেই কমেন্ট করেন বলিউডের বিতর্কিত ব্যক্তিত্ব কামাল আর খান। হিন্দি সিনেমা থেকে বিটাউনের তারকাদের নিয়ে তাঁর বিষোদগারের অন্ত নেই। যাজ জেরে বহুবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে নায়ককে। এবার সেই তিনিই পদ্মাপারের নায়িকা মিথিলার সঙ্গে সৌরভের ছবি দেখে উদ্ভট মন্তব্য করে বসেন।

[আরও পড়ুন: ভাঁড়ে মা ভবানী অবস্থা বাংলাদেশের, বিপুল খরচে নোরা ফতেহির শো বাতিল]

কামাল আর খানের কথায়, মিথিলা নাকি সৌরভ দাসের স্ত্রী। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাহ ভাই এক স্ত্রীয়ের সঙ্গে দুই শ্যালিকা.. দারুণ!” মিথিলা যে পরিচালক সৃজিতের স্ত্রী সেকথা সম্ভবত গুলিয়ে ফেলেছেন তিনি। তবে KRK-র মন্তব্য নজর এড়ায়নি নেটিজেনদের। কেউ হেসে গড়িয়েছেন তো কেউ বা আবার ফোড়ণ কেটেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sourav das shares photo with mithila at bangladesh krk reacts