/indian-express-bangla/media/media_files/2025/06/19/sourav-ganguly-grihapravesh-2025-06-19-16-37-52.jpg)
গৃহপ্রবেশ-এ সৌরভ, জুতো নিয়ে কার দিকে এগলেন যিশু?
Sourav-Jisshu At Grihapravesh Special Screening: ১৩ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বহু প্রতিক্ষীত ছবি গৃহপ্রবেশ। এই ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন জীতু কমল ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঋতুপর্ণ ঘোষের প্রতি সম্মান প্রদর্শন করে ছবিটি বানানো হয়েছে। সমপ্রেমের গল্পে পারিবারিক জটিলতা, বন্ধুত্ব সবটাই নিখুঁভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। মুক্তির পরই দর্শকের দরবারে বেশ ভালই সাড়া ফেলেছে গৃহপ্রবেশ।
বুধবার দক্ষিণ কলকাতার একটি মলে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথির তালিকায় যেমন ছিলেন রুপোলি দুনিয়ার তারকারা তেমনই ছিলেন ২২ গজের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। 'দাদা'-র এন্ট্রি হতেই সব ক্যামেরার ফ্ল্যাশ ব্লাবের ফোকাস তাঁর দিকে। সকলের সঙ্গে হাসি মুখে ছবি তোলেন সৌরভ। অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকরের সঙ্গে হলের দিকে হেঁটে গিয়েছেন। পরিচালকের সঙ্গে একই আসনে বসে সিনেমা দেখলেন।
গৃহপ্রবেশের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সিনেমার পরিচালক, সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়, ইশা সাহা, পোশাকশিল্পী অভিষেক রায়, ছেলে রাতুল শংকরের সঙ্গে আসেন মমতা শংকর সহ আরও অনেকেই। টলিপাড়ার বিশেষ পার্টি বা সিনেমার প্রিমিয়ারে যিশু সেনগুপ্তকে খুব একটা দেখা যায় না, কিন্তু এদিন গৃহপ্রবেশের স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন। আর তাঁকে দেখতে একপ্রকার দৌঁড় আসেন এক তরুণী। তখনই পায়ের জুতো খুলে যায়। তারকা তকমা সরিয়ে যিশু সঙ্গে সঙ্গে ওই তরুণীর জুতো হাতে তুলে তাঁর দিকে এগিয়ে দেন। এই ঘটনায় তো লজ্জায় লাল হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে যিশুকে প্রণাম করতে এলে অভিনেতা ওই তরুণীকে সরিয়ে দেন।
আরও পড়ুন সমপ্রেমের গল্প 'কলঙ্কিনী রাধা' শুভশ্রী! ঋতুস্মরণে ইন্দ্রদীপের অনন্য সৃষ্টি 'গৃহপ্রবেশ'
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। সত্যিই তো খাস কলকাতায় এইরকম দৃশ্য বিরল। মুম্বইয়ে এ ধরনের ঘটনা আকছার চোখে পড়ে। সেলেব পাপারাজ্জিরা পারফেক্ট ফ্রেমের জন্য রীতিমতো ছোটাছুটি করে প্যাপেরা। সেই সময় যদি কারও জুতো পায়ের থেকে খুলে যায় তাহলে তারকারে এগিয়ে আসেন। তাতে অবশ্য কেউ অসম্মানবোধ করেন না। সেই রকমই এক ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা। প্রসঙ্গত, এই মুহূর্তে সিনেমার কাজে কলকাতায় রয়েছেন যিশু। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে-র শুটিংয়ের জন্য এখন আপাতত এখানেই রয়েছেন। নিত্যানন্দের চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই যিশুর লুক পোস্ট করেছিলেন।